বাংলাহান্ট ডেস্ক: রণবীর সিং (ranveer singh), নামটা শুনলেই প্রথমে মাথায় কী আসে? দীপিকা পাডুকোন (deepika padukone), অসাধারন অভিনয়, দারুন হিউমর সেন্স। এসব ছাড়াও আরও একটি বিষয় না উল্লেখ করলেই নয়। সেটা হল ফ্যাশন সেন্স। রণবীরের ফ্যাশন চয়েস নিয়ে নানা মুনির নানা মত রয়েছে।
কেউ মনে করেন একটু ভিন্ন ধরনের পোশাক পছন্দ করলেও ফ্যাশন সম্বন্ধে যথেষ্ট জ্ঞান রয়েছে তাঁর। আবার একাংশের মতে ফ্যাশন সম্পর্কে কোনও ধারনাই নেই অভিনেতার। কিন্তু রণবীর যে সবসময়ই নিজের ফ্যাশন নিয়ে পরীক্ষা-নিরীক্ষা করতে ভালবাসেন সে বিষয়ে সকলেই একমত হবেন। তবে এর জন্য তাঁকে ট্রোলের মুখেও পড়তে হয়েছে বহুবার।
ফের একবার এই ‘উদ্ভট’ ফ্যাশনের জন্যই ট্রোলের মুখে পড়েছেন রণবীর। সম্প্রতি নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে একটি ছবি শেয়ার করেছেন অভিনেতা। টিশার্টের সঙ্গে গলায় পরেছেন মুক্তোর হার, কানে হীরের দুল। সমুদ্র সৈকতকে ব্যাকগ্রাউন্ডে রেখে ছবি তুলেছেন রণবীর।
ক্যাপশনে জনপ্রিয় হিন্দি গানের লাইন তুলে লিখেছেন, ‘সুহানা সফর অউর ইয়ে মৌসম হাসিন, হামে ডর হ্যায় হাম খো না জায়ে কহি’। ছবিটি শেয়ার করা মাত্রই ভাইরাল। আর এতেই ট্রোলের ফোয়ারা ছুটিয়েছেন নেটিজেনরা।
নানান রকম মজাদার কমেন্ট পড়েছে এই ছবিতে। একজন লিখেছেন, ‘এটা কি দীপিকার মুক্তোর মালা? জাতি জানতে চায় আপনার কাছে’। আবার আরেকজন লিখেছেন, ‘দীপিকার হার পরে নিয়েছেন আবার!’ অপরদিকে একজন রণবীরের কানের দুলগুলিও দীপিকার কিনা জিজ্ঞাসা করেছেন অভিনেতার কাছে।
https://www.instagram.com/p/CIXTkzglT3d/?igshid=1mu4h1zwaupa1
প্রসঙ্গত, রণবীরের ডেবিউ ছবি ছিল ব্যান্ড বাজা বারাত। এই ছবিতে তাঁর বিপরীতে ছিলেন অনুষ্কা শর্মা। বক্স অফিসে বেশ হিট হয়েছিল এই ছবি।
এরপর ‘৮৩’ ছবিতে দেখা যাবে রণবীরকে।
১৯৮৩ সালে কপিল দেবের অধিনায়কত্বে ভারতের ক্রিকেট বিশ্বকাপ জেতার ঘটনাই উঠে আসবে এই ছবিতে। রণবীর সিং অভিনয় করছেন কপিল দেবের চরিত্রে। তাঁর স্ত্রী রোমির ভূমিকায় দেখা যাবে দীপিকাকে। আগামী বড়দিনে মুক্তি পাবে ৮৩।