‘ ওরা আমার জামা টেনে হিচড়ে ছিঁড়ে ফেলে, তারপর …!’ বাম ছাত্রদের নিয়ে বিস্ফোরক অভিযোগ রাজন্যার

বাংলা হান্ট ডেস্ক : ২১-র মঞ্চ জন্ম দিয়েছে এক নতুন নেত্রীকে। তিনি নাকি স্বয়ং মমতা বন্দ্যোপাধ্যায়েরই (Mamata Banerjee) সিলেকশন’। সোশ্যাল মিডিয়ায় ইতিমধ্যে বেশ জনপ্রিয়। সেই রাজন্যা হালদারই (Rajnya Haldar) কি এবার তৃণমূল ছাত্র পরিষদের (Trinamool Chatra Parishad) যাদবপুরের মুখ? গত বুধবারের ঘটনার পর থেকেই ঘুরপাক খাচ্ছে এই প্রশ্ন। অবশেষে এই বিষয়ে সংবাদমাধ্যমের সামনে মুখ খুললেন রাজন্যা।

যাদবপুরের মুখ রাজন্যা? তৃণমূলের ছাত্র পরিষদের সদস্য তিনি। গত ২১ জুলাই ধর্মতলায় শহিদ দিবসের মঞ্চে দেখা গিয়েছিল রাজন্যাকে। একেবারে মূল মঞ্চে ক্ষুরধার ভাষণে বুঝিয়ে দিয়েছিলেন এবার নতুন কোনও মুখ উঠে আসছে তৃণমূলের ছাত্র রাজনীতিতে।

rajnya 2

গত বুধবার ছাত্র মৃত্যুর প্রতিবাদে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে তৃণমূলের কর্মসূচি সেখানেও মুখ্য মুখ রাজন্যাই ছিলেন। তাঁর গায়ে হাত তোলার অভিযোগ ওঠে বাম ছাত্র সংগঠনের বিরুদ্ধে। বাম ছাত্র সংগঠনের সদস্যরা সেদিন রীতিমতো আচড়ে, খিমচে জখম করেছিল বলে দাবি করলেন রাজন্যা।

ঠিক কী হয়েছিল সেদিন? সংবাদমাধ্যমকে রাজন্যা বলেন, ‘আমরা শান্তিপূর্ণভাবে কর্তৃপক্ষের কাছে স্মারকলিপি জমা দিতে গিয়েছিলাম। হঠাৎ করেই বাম, অতি বাম সংগঠন আমাদের উপর ঝাঁপিয়ে পড়ে। তারা আমার জামা টেনে হিচড়ে ছিড়ে ফেলে। আমার হাতে আচড়ে, খিমচে দেয়। একজন নারী হিসাবে আমার কাছে এটা ভীষণ লজ্জার। আমার মনে হয় যে ছাত্র ভাই আমাদের মধ্যে নেই, যার জন্য এত আন্দোলন, তার প্রতি কী অত্যাচারই না করেছে। কী অমানবিক, পাশবিকতা চালিয়েছে। আমার সন্দেহ হচ্ছে এরা আমার ভাইকে খুন করে দেয়নি তো?’

আরও পড়ুন : ফের মমতা বনাম রাজ্যপাল! এবার আনন্দ বোস’কে জব্দ করতে বিধানসভায় প্রস্তাব আনছে রাজ্য, তুলকালাম অশান্তি

যাদবপুর বিশ্ববিদ্যালয়ে তৃণমূলের ছাত্র সংগঠন তুলনামূলকভাবে অনেকটাই দুর্বল। এবার সেখানে তীক্ষ্ণ নজর তৃণমূল ছাত্র পরিষদের। আর শোনা যাচ্ছে সেখানে মুখ হয়ে উঠতে পারেন রাজন্যা হালদার। সূত্রের খবর, সংগঠন বিস্তারের নির্দেশ এসেছে হাই কমান্ডের কাছ থেকে। যাদবপুরের ছাত্র শাখা নতুন করে সাজাচ্ছে তৃণমূল। সূত্রের খবর, বৃহস্পতিবারই তৃণমূলের সর্বোচ্চ নেতৃত্বের সঙ্গে বৈঠকে বসেছিল তৃণমূল ছাত্র পরিষদের (TMCP) রাজ্য নেতারা। এমনও শোনা যাচ্ছে, যাদবপুরে তৃণমূলের মুখ হতে পারেন রাজন্যা হালদার।

Avatar
Sudipto

সম্পর্কিত খবর