ভারতীয় ক্রিকেটে ঐতিহাসিক দিন! আজ প্রথমবারের জন্য ঘটলো এমন ঘটনা

বাংলা হান্ট নিউজ ডেস্কঃ সকলেই জানেন যে এখন ভারতীয় দলের (Indian Cricket Team) মূল লক্ষ্য হল আসন্ন ওডিআই বিশ্বকাপ (2023 ODI World Cup) জয় করা। দেশের মাটিতে আয়োজিত হওয়ায় এই টুর্নামেন্টে ভারতের ওপর থাকবে প্রত্যাশার বাড়তি চাপ। সেই চাপ সামলে রোহিত শর্মার (Rohit Sharma) দল ইতিহাস তৈরি করবে নাকি সাম্প্রতিক সময়ের মতো আরও একবারও সমর্থকদের হতাশ হতে হবে সেই উত্তর অবশ্য সময় দেবে।

চোট আঘাত সমস্যা:
ভারতীয় দল গত কয়েক মাস ধরে চোটের জন্য নিজেদের বেশ কিছু তারকা ক্রিকেটারের সার্ভিস পায়নি। বিশ্বকাপের আগে তারা সম্পূর্ণ সুস্থ হয়ে উঠতে পারবেন কিনা সেই নিয়ে প্রশ্ন চিহ্ন রয়েছে। তাদের মধ্যে অনেকেই ২২ গজে নামার অবস্থায় চলে এসেছেন। কিন্তু সম্পূর্ণ সুস্থ না হয়ে উঠলে তাদেরকে মাঠে নামানোর ঝুঁকি নিতে চাইছে না বিসিসিআই।

bumrah odi

বুমরা ফিরছেন:
তাদের মধ্যে একজন হলেন যশপ্রীত বুমরা। দীর্ঘদিন ধরে তিনি চোটের কারণে ভুগছিলেন। কিন্তু অবশেষে তিনি সুস্থ হয়ে এখন আয়ারল্যান্ড সিরিজে তুলনামূলক দ্বিতীয় সারির ভারতীয় দলের সঙ্গে মাঠে নামটি প্রস্তুত। যদিও আয়ারল্যান্ডের বিরুদ্ধে তিন ম্যাচের এই সিরিজটি হচ্ছে টি-টোয়েন্টি ফরম্যাটে। ওডিআই ফরমেটের সঙ্গে অনেক তফাৎ রয়েছে তার। কিন্তু বুমরা বিশ্বাস করেন যে তিনি এখন যে কোনও ফরম‍্যাটে মাঠে নামার জন্য তৈরি এবং নেটে অনুশীলন করে সেই ভাবেই প্রস্তুত করে তুলেছেন নিজেকে।

আরও পড়ুন: এশিয়া কাপের আগে ভারত-পাক ম্যাচ নিয়ে ঝাঁঝালো মন্তব্য কোহলির! শুনে ক্ষোভে ফুঁসছে পাকিস্তান

ঐতিহাসিক ঘটনাটা কি?
আজ যখন বুমরা অধিনায়ক হিসেবে মাঠে নামবে না আয়ারল্যান্ডের বিরুদ্ধে ভারতীয় দলকে নেতৃত্ব দিতে তখন তৈরি হবে ইতিহাস। আজ অবধি ভারতীয় টি-টোয়েন্টি দলকে যে কয়েকজন অধিনায়ক নেতৃত্ব দিয়েছেন তারা হলেন যথাক্রমে বীরেন্দ্র সেওবাগ, মহেন্দ্র সিংহ ধোনি, সুরেশ রায়না, অজিঙ্কা রাহানে, বিরাট কোহলি, রোহিত শর্মা, শিখর ধাওয়ান, রিশভ পন্থ, হার্দিক পান্ডিয়া ও লোকেশ রাহুল। কিন্তু প্রথমবার ভারতীয় ক্রিকেটের ইতিহাসে টি-টোয়েন্টি দলকে আজ নেতৃত্ব দেবেন কোনও ফাস্ট বোলার।

আরও পড়ুন: রবি শাস্ত্রীর ভারতীয় স্কোয়াডেও নেপোটিজম! চূড়ান্ত অযোগ্য তারকাকেও দেখছেন এশিয়া কাপের দলে

অন্যান্য ফরম্যাট:
ভারতকে অন্যান্য ফরম্যাটে ফাস্ট বোলাররা নেতৃত্ব দিয়েছেন এমন উদাহরণ রয়েছে। সবচেয়ে বড় উদাহরণ হলেন কপিল দেব, যিনি মূলত অলরাউন্ডার হলেও বেশিরভাগ মানুষ তার বোলিংয়ের জন্যই তাকে মনে রাখতে পছন্দ করেন। কিন্তু তিনি টেস্ট ওডিআই ফরম‍্যাটে ভারতকে নেতৃত্ব দিলে ও টি-টোয়েন্টিতে নেতৃত্ব দেওয়ার সুযোগই পাননি। এবার সেই ঐতিহাসিক ঘটনাটি ঘটতে চলেছে চোট শাড়িয়ে ফেরা বুমরার হাত ধরে।

 

 

Avatar
Reetabrata Deb

সম্পর্কিত খবর