এশিয়া কাপের আগে ভারত-পাক ম্যাচ নিয়ে ঝাঁঝালো মন্তব্য কোহলির! শুনে ক্ষোভে ফুঁসছে পাকিস্তান

বাংলা হান্ট নিউজ ডেস্কঃ অবসর নেওয়ার আগেই ভারতের কিংবদন্তিতে পরিণত হওয়া তারকা বিরাট কোহলি (Virat Kohli) এখন বিশ্রামে রয়েছেন। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে টেস্ট সিরিজের পর তাকে আর ব্যাট হাতে মাঠে নামতে দেখা যায়নি। আবার তিনি পাকিস্তান ও শ্রীলঙ্কার মাটিতে আয়োজিত হতে চলে এশিয়া কাপে (2023 Asia Cup) ২২ গজে ফিরবেন। কিন্তু তার আগেই ভারত বনাম পাকিস্তান (India vs Pakistan) ম্যাচ নিয়ে একটি ঝাঁঝালো মন্তব্য করে পাকিস্তানের ক্রিকেট সমর্থকদের চুপ করিয়ে দিয়েছেন তিনি।

ভারত বনাম পাকিস্তান দ্বৈরথের তীব্রতা:
দুই দেশের ক্রিকেটপ্রেমীরাই জানেন যে যেদিন টিভিতে ভারত ও পাকিস্তান একে অপরের মুখোমুখি মুখোমুখি হয় সেদিন দুই দেশে ক্রিকেট প্রেমীদের অবস্থাটা কেমন হয়। ম্যাচের সময়ে রাস্তাঘাটে লোক চলাচল কমে যায়। সকলেই চেষ্টা করেন সেই সময় টিভি বা মোবাইল স্ক্রিনের সামনে থাকার যাতে ম্যাচের আনন্দ উপভোগ করা যায়। গোটা ঘটনা ক্রিকেটারদের ওপর চাপ বৃদ্ধি করে।

kohli 2014

বিরাট কোহলির বক্তব্য:
বিরাট কোহলি নিজের সাম্প্রতিক বক্তব্যে বলেছেন, “ভারত বনাম পাকিস্তান ম্যাচের গুরুত্ব আপনি অগ্রাহ্য করতে পারবেন না। সমর্থকরা এই ম্যাচটা নিয়ে এতটা উত্তেজিত থাকে, যে ম্যাচটা একটা বাড়তি গুরুত্বপূর্ণ মাত্রা পায়। ম্যাচটা অতিরিক্ত গুরুত্ব পায় সমর্থকদের আবেগের কারণেই।”

আরও পড়ুন: টাকা নয়, রোনাল্ডোর মুখোমুখি হতে ইউরোপ ছেড়ে এশিয়ায় এসেছেন! চাঞ্চল্যকর মন্তব্য ব্রাজিলিয়ান তারকা নেইমারের

বিতর্কিত অংশ:
এরপর বিরাট কোহলি আরও বলেছেন, “বাইরে এমন একটা পরিবেশ তৈরি হয় যেখান থেকে আপনার মনে উত্তেজনা বা চিন্তা আসা স্বাভাবিক। কিন্তু আমি একজন পেশাদার ক্রিকেটার। দীর্ঘদিন ধরে ক্রিকেটের আঙিনায় রয়েছি। তাই ভারতের নীল জার্সি গায়ে চাপিয়ে যখন আমি মাঠে পা রাখি তখন আমার কাছে সেটা আর পাঁচটা ম্যাচের মতই একটা ম্যাচ জেতা আমাদের জিততে হবে।” তার বক্তব্যের এই শেষ অংশটাই ক্ষুব্ধ হয়েছেন কিছু পাকিস্তানি ভক্ত।

আরও পড়ুন: প্রিয় সংবাদমাধ্যমই ছড়িয়েছে মিথ্যা খবর! সোশ্যাল মিডিয়ায় ক্ষোভ প্রকাশ বিরাট কোহলির

সামনেই বড় চ্যালেঞ্জ:
ভারত এবং পাকিস্তান আগামী দুই মাসে একাধিকবার একে অপরের মুখোমুখি হতে পারে। এশিয়া কাপের গ্রুপ পর্ব এবং বিশ্বকাপের লিগ পর্বে তারা নিশ্চিতভাবে মুখোমুখি হচ্ছে। গতবার এশিয়া কাপ গ্রুপ পর্বে ভারত পাকিস্তানকে হারালেও সুপার ফোরের লড়াইয়ে পাকিস্তান বদলা নিয়েছিল। তারপর বিশ্বকাপের মঞ্চে ফের বিরাট কোহলির ব্যাটে ভর করে দুর্দান্ত জয় পেয়েছিল ভারত। এবার ৫০ ওভারের ফরম‍্যাটে কোন দল বেশি বার বাজি মারতে পারে সেদিকে নজর থাকছে সকলের।

 

Avatar
Reetabrata Deb

সম্পর্কিত খবর