বাংলা হান্ট ডেস্ক: বাড়িতে নিয়ে গিয়ে মাদক খাইয়ে ধর্ষনের অভিযোগ উঠল সারেগামাপা খ্যাত সৌম্যর বিরুদ্ধে।
সৌম্যর বিরুদ্ধে ওই তরুনী অভিযোগ এনেছে,রবীন্দ্র সঙ্গীত শেখার সূত্রে সৌম্যর সাথে আলাপ হয়েছিল ওই তরুনীর। ২০১৬ সালে সৌম্য ওই তরুনীকে নিজের ফ্ল্যাটে ডেকে নরম পানীয়র সঙ্গে মাদক খাইয়ে নেশাচ্ছন্ন অবস্থায় তাকে ধর্ষন করে। ধর্ষণের ভিডিও রেকর্ড করে দিনের পর দিন ওই গায়ক তাকে ব্ল্যাকমেল করে এবং বহুবার ধর্ষণ করে।
তরুনীর অভিযোগের উপর ভিত্তি করে গায়ক এর বিরুদ্ধে ধর্ষণ এবং শ্লীলতাহানি ও তথ্য প্রযুক্তি আইনে মামলা দায়ের করে পুলিশ। সোমবার সকালে তাকে শিয়ালদা আদালতে তোলা হলে বিচারপতি তাকে ১ জুন পর্যাণ পুলিশ হেফাজতে থাকার নির্দেশ দেন।
২০১৫ সালে সৌম্যকে প্রথম সারেগামাপার মঞ্চে দেখা যায়। বাউল গান গেয়ে দর্শকের মনে জায়গা করে নিয়েছিল এই গায়ক। ২০১৬ সালে সৌম্য তার ছোটোবেলার বান্ধবী রুপসাকে বিয়ে করে। তাদের সন্তানও রয়েছে।