টাকা দিয়েও মেলেনি চাকরি, উল্টে অন্য শহরে নিয়ে তরুণীকে ধর্ষণ, গুরুতর অভিযোগ তৃণমূল নেতার বিরুদ্ধে

বাংলা হান্ট ডেস্কঃ ফের প্রকাশ্যে শাসকদলের নেতার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ (Rape Allegation)। অভিযোগের তির কোচবিহার (Coochbehar) জেলার মেখলিগঞ্জ ব্লকের নিজতরফ গ্রাম পঞ্চায়েতের প্রধান (TMC Panchayat Pradhan) সুনীল রায়ের বিরুদ্ধে। চাকরির প্রলোভন দেখিয়ে একাধিকবার ধর্ষণ ও পরে ফের শারীরিক সম্পর্ক না করতে চাইলে তরুণীকে খুনের হুমকি দেওয়া হয়েছে বলে অভিযোগ।

কী জানা যাচ্ছে? নির্যাতিতা তরুণীর অভিযোগ, সরকারি চাকরির প্রলোভন দেখিয়ে তার কাছ থেকে ৫০ হাজার টাকা নেন অভিযুক্ত সুনীল রায়। দু’মাস আগে সেই চাকরির ইন্টারভিউ দেওয়ার নাম করে তরুণীকে শিলিগুড়িতে নিয়ে
যান তৃণমূল নেতা। সেখানেই তরুণীকে একাধিকবার ধর্ষণ করে বলে অভিযোগ।

অভিযোগ ইন্টারভিউ এর নাম করে শিলিগুড়িতে নিয়ে গিয়ে ওই তরুণীকে একাধিকবার ধর্ষণ করেন তৃণমূল নেতা। ঘটনা যাতে প্রকাশ্যে না আসে সেই জন্য তরুণীর পরিবারকে হুমকিও দেওয়া হয় বলেও অভিযোগ। এতদিন ভয়ে থাকলেও সম্প্রতি নিগৃহীতা তরুণী মেখলিগঞ্জ থানায় ওই নেতার নামে লিখিত অভিযোগ জানানো হয়েছে বলে সূত্রের খবর।

rape case

অভিযুক্ত নেতার কঠোর শাস্তির দাবি জানিয়েছেন নির্যাতিতা। এই ঘটনা জানাজানি হতেই গোটা এলাকায় শোরগোল পড়েছে। অন্যদিকে, নিজের বিরুদ্ধে কড়া সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন গ্রাম পঞ্চায়েতের প্রধান সুনীল রায়। পঞ্চায়েত ভোটের আগে মিথ্যে অভিযোগ তুলে তার নাম খারাপ করা হচ্ছে বলে দাবি তার।

অভিযুক্তের দাবি, ওই তরুণীর সঙ্গে তার প্রেমের সম্পর্ক রয়েছে। বিয়েও হয়ে গিয়েছে তাদের। আলাদা বাড়িও তৈরি করে দিয়েছেন সেই তরুণীকে। তবে এখন নিজের মত পরিবর্তন হওয়াতে তার ওপর মিথ্যে অভিযোগ তোলা হচ্ছে। তবে প্রথম স্ত্রী থাকা সত্ত্বেও কেন দ্বিতীয়বার এই তরুণীকে নেতা লুকিয়ে বিয়ে করলেন সেই নিয়েও উঠছে প্রশ্ন।

Sharmi Dhar
Sharmi Dhar

শর্মি ধর, বাংলা হান্ট এর রাজনৈতিক কনটেন্ট রাইটার। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৩ বছর ধরে সাংবাদিকতা পেশার সঙ্গে যুক্ত ।

সম্পর্কিত খবর