কাকাদের সামনেই যুবতীকে ধর্ষণ! নিজের পিসির ছেলের বিরুদ্ধেই অভিযোগ লাভপুরের যুবতীর

বাংলা হান্ট ডেস্কঃ দিনে দিনে নারী নির্যাতন শব্দটার সামনে প্রশ্ন চিহ্নটা আরও বড় আকার  নিতে শুরু করেছে। কোনো ভাবেই রাশ টানা যাচ্ছে না ধর্ষণের (Rape) ঘটনায়। কর্মক্ষেত্র হোক কিংবা নিজের বাড়ি অপরিচিত থেকে আত্মীয় পরিজন কারও কাছেই  সুরক্ষিত নয় আজকের মেয়েরা। চারপাশের এই অশান্ত পরিবেশের মধ্যেই রাজ্যে ঘটে গেল আরও এক ধর্ষণের (Rape) ঘটনা।

পিসির ছেলের বিরুদ্ধে ধর্ষণের (Rape) অভিযোগ যুবতীর

এবার কাঠগড়ায় খোদ নির্যাতিতার পিসির ছেলে। আর চোখের সামনে এই ঘটনা ঘটতে দেখেও বাধা দেননি নির্যাতিতার কাকারা। বীরভূমের লাভপুরের এই ঘটনা প্রকাশ্যে আসতেই একেবারে শোরগোল পড়ে গিয়েছে চারদিকে। জানা যাচ্ছে, লাভপুর  থানায় অভিযোগ জমা পড়ার সাথে সাথেই  ৪ অভিযুক্তকে  পাকড়াও করেছে পুলিশ।

কর্মসূত্রেই মেয়েটির  মা-বাবা দুজনেই বাড়ির বাইরে থাকেন। তাই বাড়িতে একই থাকেন ১৮ বছরের ওই যুবতী।জানা যাচ্ছে যুবতী দীর্ঘ চার বছর ধরে ওই পিসির ছেলের সাথেই সম্পর্কে ছিলেন। লাভপুরের সাওগ্রামের বাসিন্দা  সফিকুল শেখ কর্মসূত্রে বাইরে থাকে। যুবতীর কথাতেই নাকি গত শনিবার সে  বাড়ি ফিরে এসেছিল।

আরও পড়ুন: ২ বাসের রেষারেষির জের! সল্টলেকে প্রাণ গেল তৃতীয় শ্রেণীর পড়ুয়ার

তারপর ঐদিনই গভীর রাতে  সফিকুল তরুণীর বাড়িতে যায়। সেখানেই সারারাত কাটিয়ে সকালে বাড়ি চলে যায়। সে বাড়ি চলে যেতেই  তরুণী থানায় গিয়ে নিজের পিসির ছেলের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ আনে। শুধু তাই নয় তরুণীর দাবি এই গোটা ঘটনাটা তার কাকাদের সামনেই ঘটেছে। কিন্তু কেউ সফিকুলকে বাধা দেওয়ার চেষ্টা করেনি।

Rape

ধর্ষণের এই ঘটনায়  সফিকুলের পাশাপাশি কাকাদেরও গ্রেফতার করেছে পুলিশ। এদিন লাভপুর  থানায় যুবতী মোট ৫ জনের বিরুদ্ধে অভিযোগ জানিয়েছিল। সেই অভিযোগের ভিত্তিতে অভিযুক্ত যুবক  সফিকুল আর তিন কাকাকে  গ্রেফতার করা হয়েছে। জানা যাচ্ছে নির্যাতিতার আর এক কাকা কর্মসূত্রে বাইরে আছেন। আদালতে পেশ করার পর অভিযুক্তদের মোট ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দিয়েছে আদালত।

Anita Dutta
Anita Dutta

অনিতা দত্ত, বাংলা হান্টের কনটেন্ট রাইটার। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৪ বছরের বেশি সময় ধরে সাংবাদিকতা পেশার সাথে যুক্ত।

সম্পর্কিত খবর