ভালোবাসার নাম কলঙ্ক! বিশাখাপত্তনমে প্রেমিক সহ ৪ যুবক মিলে গণধর্ষণ যুবতীকে, আত্মহত্যার চেষ্টা  

বাংলা হান্ট ডেস্কঃ বন্ধু-বান্ধব পাড়া প্রতিবেশী কাউকেই আজকাল বিশ্বাস নেই! কারণ এই ‘বিশ্বাস’ শব্দটার সুযোগ নিয়েই চরম সর্বনাশ হয়ে যাচ্ছে মেয়েদের। কলকাতার আরজিকর কান্ডের রেশ এখনও কাটেনি। মাঝখানে কেটে গিয়েছে শুধু কয়েকটা মাস। ক্যালেন্ডারের তারিখটার বদল হলেও বদলায়নি পরিস্থিতি।

প্রেমিক সহ ৪ যুবক মিলে যুবতীকে গণধর্ষণ (Rape)

প্রতিদিন দেশের বিভিন্ন প্রান্ত থেকে উঠে আসছে। একের পর এক নারী নির্যাতনের অভিযোগ (Rape)। সম্প্রতি অন্ধ্রপ্রদেশের বিশাখাপত্তনামে ঘটে গিয়েছে এমনই আরও এক নারী নির্যাতনের (Rape) ঘটনা। অভিযোগ আইনের পড়ুয়া এক ছাত্রীকে তারই প্রেমিক সহ চার যুবক মিলে গণধর্ষণ (Rape) করেছে। আর সেই ভিডিও দেখিয়েই নাকি দীর্ঘদিন ধরে ব্ল্যাকমেইল করা হয় যুবতীকে।

যার ফলে তীব্র মানসিক যন্ত্রণার মধ্যেই একসময় আত্মহত্যা করারও চেষ্টা করেছিল যুবতী। ইতিমধ্যেই অভিযুক্ত চারজনকে গ্রেফতার করেছে পুলিশ। তাদের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ৭০(১), ৭৭, ৩৫১(২), ৬৯ ও ৭৫(১) ধারায় মামলা দায়ের করা হয়েছে। ঘটনার সূত্রপাত হয় মাস খানেক আগে, আগস্ট মাসেই।

আরও পড়ুন: দূষণের চরম সীমা পার! দিল্লী কি রাজধানী হওয়ার উপযুক্ত? প্রশ্ন শশী থারুরের

যুবতীকে এক বন্ধুর ফাঁকা ফ্ল্যাটে নিয়ে গিয়েছিল তার প্রেমিক।সেখানেই তাদের মধ্যে বেশ কিছু ঘনিষ্ঠ মুহূর্ত তৈরি হয়। আড়াল থেকে ওই সমস্ত দৃশ্য মোবাইলে রেকর্ড করে নেয় অভিযুক্ত যুবকের বন্ধুরা। পরে ওই ভিডিও রেকর্ড দেখিয়েই যুবতীকে লাগাতার ব্ল্যাকমেইল করা শুরু হয়। অভিযোগ ওই ভিডিও দেখিয়ে ব্ল্যাকমেইল করেই অভিযুক্ত যুবকের বন্ধুরা তরুণীকে লাগাতার ধর্ষণ করেছে।

Rape

গোটা ঘটনায় বিগত কয়েক দিন ধরেই মানসিকভাবে ভেঙে পড়েছিলেন নির্যাতিতা। সত্যিটা কাওকে জানাতে না পেরে গত ১৮’ই নভেম্বর আত্মহত্যার চেষ্টা করে যুবতী। জানতে পেরে শেষ পর্যন্ত যুবতীকে কোনোক্রমে প্রাণে বাঁচিয়ে ফেলে তার বাবা। এরপর তাঁর অভিযোগের ভিত্তিতেই অভিযুক্ত চার যুবককেই গ্রেফতার করা হয়।

Anita Dutta
Anita Dutta

অনিতা দত্ত, বাংলা হান্টের কনটেন্ট রাইটার। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৪ বছরের বেশি সময় ধরে সাংবাদিকতা পেশার সাথে যুক্ত।

সম্পর্কিত খবর