বাংলাহান্ট ডেস্ক: ডিজিটাল বিনোদনের যুগে অপরাধের মাত্রাও দিনের পর দিন বেড়ে চলেছে। কেরলের জনপ্রিয় ইউটিউবার (youtuber) শ্রীকান্ত ভেট্টিয়ারের (sreekanth vettiyar) বিরুদ্ধে এক মহিলাকে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে ধর্ষণের অভিযোগ আনা হয়েছে। কেরলের কোল্লাম জেলার বাসিন্দা ও মহিলা কোচি সেন্ট্রাল পুলিসের কাছে ইউটিউবারের বিরুদ্ধে অভিযোগ জানান।
অভিযোগপত্রে মহিলা দাবি করেছেন, তাঁকে দুবার নির্মম ভাবে ধর্ষণ করা হয়েছে। একবার কোচির এক হোটেলে আর দ্বিতীয়বার ইউটিউবারের অ্যাপার্টমেন্টে। উল্লেখ্য, মহিলা দাবি করেছেন সোশ্যাল মিডিয়ায় নারী ক্ষমতায়ন এবং রাজনৈতিক বিচক্ষণতার জন্য শ্রীকান্তের অনুরাগী তালিকায় নাম লিখিয়েছিলেন তিনি। এরপরেই ইউটিউবারের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্কে জড়িয়ে পড়েন ওই মহিলা। তাঁর এক আট বছর বয়সী ছেলেও রয়েছে।
মহিলার অভিযোগ, গত বছরের ফেব্রুয়ারি মাসে নিজের জন্মদিনের পার্টিতে তাঁকে ডেকে পাঠিয়েছিলেন শ্রীকান্ত। গিয়েও ছিলেন ওই মহিলা। সেই সুযোগে নিজের এর্নাকুলামের ফ্ল্যাটে তাঁকে ধর্ষণ করেন শ্রীকান্ত। পরবর্তীকালে ফের তাঁকে কোচির এক হোটেলেও ধর্ষণ করা হয় বলে দাবি করেছেন অভিযোগকারিণী।
তবে এতদিন তিনি মুখ বুজে ছিলেন কেন তা জানা যায়নি। মহিলার অভিযোগ, শ্রীকান্ত ও তাঁর বন্ধুরা নাকি বারংবার তাঁকে হুমকি দিয়েছে অভিযোগ তুলে নেওয়ার। জানিয়ে রাখি, কেরলের বেশ জনপ্রিয় ইউটিউবার শ্রীকান্ত ভেট্টিয়ার। জনপ্রিয় ছবির মজাদার ভার্সনের ভিডিওর জন্য বেশ নামডাক রয়েছে তাঁর।
তবে এই প্রথম বার নয়, এর আগেও সোশ্যাল মিডিয়ায় শ্রীকান্তের বিরুদ্ধে ‘মিটু’ অভিযোগ আনা হয়েছিল। এক যুবতীর অভিযোগের ভিত্তিতে পুলিস ইউটিউবারের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছে। যদিও বিষয়টা নিয়ে মুখ খোলেননি শ্রীকান্ত।