বাংলা হান্ট ডেস্কঃ ফের প্রকাশ্যে নাবালিকা ধর্ষণের (Rape) ঘটনা। ১৪ বছরের এক কিশোরীকে নির্মমভাবে ধর্ষণের অভিযোগ উঠল বছর ৪০ এর রাজমিস্ত্রি ( Mason) দিলীপ ঘোষের ওপর। এরপরই পুলিশী তৎপরতায় আটক হয়েছে ওই অভিযুক্ত যুবকে।
ঘটনাটি ঘটেছে উত্তর ২৪ পরগনার হালিশহরের (Halishahar) ১২ নম্বর ওয়ার্ডের মিত্রপাড়া রোড সংলগ্ন এলাকায়। জানা গিয়েছে, এলাকায় একটি বাড়িতে রাজমিস্ত্রির কাজ করতে এসেছিল ওই যুবক। অভিযোগ, ওই বাড়ির এলাকার এক ১৪ বছরের নাবালিকার উপর কুনজর পড়ে তার৷ এরপর সুযোগ বুঝে ওই কিশোরীকে ধর্ষণ করে অভিযুক্ত দিলীপ ঘোষ।
এরপর ওই কিশোরী বাড়িতে এসে কাঁদতে শুরু করলে পরিবারের লোকজন প্রশ্ন করায় বাড়ির লোককে পুরো ঘটনা খুলে বলে সে৷ সব শুনে পুলিশের দ্বারস্থ হয় নির্যাতিতার পরিবার৷ অন্যদিকে, এই ঘটনা জানাজানি হতেই এলাকা ছেড়ে চম্পট দেয় দিলীপ। তড়িঘড়ি ঘটনার তদন্তে নামে হালিশহর থানার পুলিশ। তৎপরতার সাথে গ্রেফতার করা হয় ওই অভিযুক্ত রাজমিস্ত্রিকে। বুধবার তাকে ব্যারাকপুর মহকুমা আদালতে তোলা হয়। অভিযুক্তর বিরুদ্ধে পকসো আইনে মামলা রজু করেছে পুলিশ। কিশোরী ধর্ষণের এহেন ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায়৷