বাংলাহান্ট ডেস্ক : আজকাল অনেকেই ছোট ট্রিপের জন্য বেছে নেন বাইক ট্যাক্সি। যানজট এড়িয়ে কম সময়ে গন্তব্যে পৌঁছানোর জন্য বাইক ট্যাক্সির জুরি মেলা ভার। Rapido, Uber moto, Ola bike ইত্যাদি অ্যাপের মাধ্যমে যে কেউ বুক করতে পারেন বাইক ট্যাক্সি। তবে একজন বাইক ট্যাক্সি ড্রাইভার মাসে কত টাকা রোজগার করেন সেই বিষয়ে কি ধারণা আছে আপনাদের?
সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে বেঙ্গালুরুর এক উবার ও র্যাপিডো চালকের ভিডিও। সেই ভিডিওতে এই চালক দাবি করেছেন, বাইক ট্যাক্সি চালিয়ে তিনি মাসে ৮০-৮৫ হাজার টাকা মতো উপার্জন করেন। এই বাইক ট্যাক্সি ড্রাইভারের আরো বক্তব্য তিনি প্রতিদিন প্রায় ১৩ ঘণ্টা মতো কাজ করে থাকেন।এই ভিডিও বেশ ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়।
আরোও পড়ুন : Limited Offer! ১.৫ লাখ ছাড় TATA SUV গাড়িতে! 27km মাইলেজ, দুর্ধর্ষ ইঞ্জিন; কিনলেই বাজিমাত
একধিক ব্যবহারকারী নানা রকম মন্তব্য করেছেন এই ভিডিওর কমেন্ট বক্সে। এক নেটিজেনের বক্তব্য, ‘আমি তো এত টাকা রোজগার করিনা ভাই।’ তার উত্তরে বেঙ্গালুরুর এই উবর ও র্যাপিডো চালক বলেছেন, ‘নিজের বাইক রয়েছে। আমি নিজেই নিজের বস। গ্রাহকদের এক জায়গা থেকে অন্য জায়গায় পৌঁছে দিই। আমার কোনও বস নেই। সুতরাং অফিস পলিটিক্সও নেই।’
কীভাবে হবেন Rapido চালক?
আপনার যদি দুচাকার বাইক থাকে তাহলে আপনিও চালক হিসাবে মাসে রোজগার করতে পারেন মোটা টাকা। Rapido চালক হওয়ার জন্য প্লে স্টোর থেকে ডাউনলোড করে নিন Rapido Caption অ্যাপ। তারপর অ্যাপে সাইন আপ করে আপনার বিবরণ, ড্রাইভিং লাইসেন্সের তথ্য ও ছবি দিয়ে রেজিস্ট্রেশন প্রক্রিয়া সম্পন্ন করুন।
Rapido ক্যাপ্টেন হতে বা Rapido-এর সাথে যানবাহন নিবন্ধন করার জন্য কী কী প্রয়োজন হবে : মোবাইল ডেটা সহ অন্তত একটি অ্যান্ড্রয়েড ফোন, 2009 বা তার পরে তৈরি বাইক, একটি বৈধ ড্রাইভিং লাইসেন্স, বাইক রেজিস্ট্রেশন সার্টিফিকেট (RC), সক্রিয় বাইক বীমা, প্যান কার্ড, আরোহী এবং যাত্রী উভয়ের জন্য দুটি হেলমেট।