একদম সস্তায় সফর হবে RapidX-এ! সামনে এল ভাড়ার তালিকা, কবে থেকে শুরু এই ট্রেন?

বাংলা হান্ট ডেস্ক: অবশেষে অপেক্ষার অবসান! আগামী ২০ অক্টোবর RapidX ট্রেন পরিষেবার উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi)। পাশাপাশি, আগামী ২১ অক্টোবর থেকে শুরু হতে চলেছে RapidX ট্রেনের চলাচল। এদিকে, ইতিমধ্যেই এই ট্রেনের ভাড়া কত হবে সেই তালিকা সামনে এসেছে। এই প্রসঙ্গে জানিয়ে রাখি যে, প্রথম ধাপে সাহিবাবাদ এবং দুহাই ডিপোর মধ্যে এই ট্রেনের চলাচল শুরু হবে। পাশাপাশি, RapidX ট্রেনে দুই ধরণের কোচ থাকে। একটি স্ট্যান্ডার্ড এবং অন্যটি প্রিমিয়াম। এছাড়াও, যেসব শিশুর উচ্চতা ৯০ সেন্টিমিটারের কম তাদের RapidX ট্রেনে বিনামূল্যে ভ্রমণের অনুমতি দেওয়া হবে বলেও জানা গিয়েছে।

উল্লেখ্য যে, দিল্লি-গাজিয়াবাদ-মীরাট RRTC-র বিভাগে পাঁচটি স্টেশন থাকবে। সেগুলি হল সাহিবাবাদ, গাজিয়াবাদ, গুলধর, দুহাই এবং দুহাই ডিপো। যাত্রী ভাড়া পরিবর্তিত হবে পরিষেবার শ্রেণি এবং ভ্রমণ করা দূরত্বের ওপর নির্ভর করে। এমতাবস্থায়, স্ট্যান্ডার্ড ক্লাসের ভাড়া ২০ টাকা থেকে ৫০ টাকা পর্যন্ত হবে। অপরদিকে, প্রিমিয়াম ক্লাসের ভাড়া হবে ৪০ থেকে ১০০ টাকা পর্যন্ত।

RapidX train fares have come forward

প্রিমিয়াম কোচের বৈশিষ্ট্য: এই ট্রেনের প্রিমিয়াম ক্লাস কোচে প্যাডেড রিক্লাইনিং সিট সহ ল্যাপটপ চার্জিং পোর্ট, ম্যাগাজিন হোল্ডার এবং অন্যান্য সুযোগ-সুবিধা উপলব্ধ রয়েছে। এছাড়াও, RapidX রেল ব্যবস্থায় ডিজিটাল QR কোড-ভিত্তিক টিকিট, ন্যাশনাল কমন মোবিলিটি কার্ড (NCMC), টিকিট ভেন্ডিং মেশিন (TVMs) এবং পেপার QR কোড-ভিত্তিক টিকিট সহ একাধিক টিকিটিং মোড থাকবে।

আরও পড়ুন: চলন্ত ট্রেনে কেন দ্রুত কমে যায় ফোনের ব্যাটারি? ৯০ শতাংশ ব্যক্তি জানেন না আসল কারণ

কোথায় কত টিকিট ভেন্ডিং মেশিন থাকবে: জানা গিয়েছে যে, সাহিবাবাদে ৪ টি ভেন্ডিং মেশিন বসানো হয়েছে। এদিকে, গাজিয়াবাদ স্টেশনে ৪ টি ভেন্ডিং মেশিন এবং গুলধর, দুহাই ও দুহাই ডিপো স্টেশনে ২ টি করে ভেন্ডিং মেশিন বসানো হয়েছে।

আরও পড়ুন: PF অ্যাকাউন্টের সাত বছর পূর্ণ হলেই মিলবে এই সুবিধা! টাকার জন্য যেতে হবে না ব্যাঙ্কে

যাত্রীরা ২৫ কেজি পর্যন্ত লাগেজ বহন করতে পারবেন: এই প্রসঙ্গে জানিয়ে রাখি যে, RapidX ট্রেনে যাত্রীরা তাঁদের সাথে ২৫ কেজি পর্যন্ত লাগেজ নিতে পারবেন। এই ট্রেনে মোট ছয়টি বগি রয়েছে। এর মধ্যে পাঁচটি স্ট্যান্ডার্ড এবং একটি প্রিমিয়াম কোচ। দিল্লি থেকে মীরাট পর্যন্ত পুরো করিডোর তৈরির পরে, এই ট্রেনের কোচের সংখ্যা নয়টিতে বাড়ানো যেতে পারে। পাশাপাশি, দিল্লি মেট্রোর মতোই ৬ টি কোচের মধ্যে একটি কোচ মহিলাদের জন্য সংরক্ষিত থাকবে বলেও জানা গিয়েছে।


Sayak Panda
Sayak Panda

সায়ক পন্ডা, মেদিনীপুর কলেজ (অটোনমাস) থেকে মাস কমিউনিকেশন এবং সাংবাদিকতার পোস্ট গ্র্যাজুয়েট কোর্স করার পর শুরু নিয়মিত লেখালেখি। ২ বছরেরও বেশি সময় ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর