ধর্ম লুকিয়ে বিয়ে করে গণধর্ষণ! যোগীর স্টাইলে অভিযুক্তকে সাজা দিলেন সোরেন প্রশাসন

বাংলা হান্ট ডেস্ক: নিজের ধর্ম লুকিয়ে নাম পরিবর্তন করে এক যুবতীকে বিয়ে করেছিল আরজু মল্লিক। শুধু তাই নয়, ওই যুবতীকে বন্ধুদের সঙ্গে গণধর্ষণও করে সে। এই অভিযোগে যোগী আদিত্যনাথের (Yogi Adityanath) পথেই হাঁটল হেমন্ত সোরেনের সরকার। অভিযুক্ত আরজু মল্লিকের অবৈধ বাড়ি বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দিল প্রশাসন। বিএসএল ও পুলিশের সুপারিশে এই আদেশ দেয় দায়রা আদালত।

বোকারো পুলিশের নথিতে আরজু মল্লিককে গুরুতর অপরাধীর শ্রেণিতে রাখা হয়েছে। তার বিরুদ্ধে অভিযোগ, বিএসএল-এর জমি দখল করে একটি বিলাসবহুল বাড়ি তৈরি করেছিল। এই বাড়ি থেকেই যাবতীয় অপকর্ম চালাত সে। বোকারো রেলওয়ে, গুডস সাইড এবং জেলার অন্যান্য অংশে নিজের প্রভাব বিস্তর করছিল অভিযুক্ত। আর্থিক অপরাধে আধিপত্য বিস্তার করার জন্য গ্যাং ওয়ারে বীরেন্দ্র সিং এবং রামু সিং নামক দুই ব্যক্তিকে খুন করে সে।

এবার তার বিরুদ্ধে অভিযোগ, ২০২১ সালে নিজের নাম পরিবর্তন করে এক যুবতীয় সঙ্গে বন্ধুত্ব করে সে। তারপর ওই যুবতীকে প্রেমের ফাঁদে ফাঁসিয়ে একটি ভাড়া বাড়িতে নিয়ে যায়। সেখানে প্রতারণা করে নির্যাতিতাকে বিয়ে করে আরজু। বিয়ের পর তাঁর সঙ্গে শারীরিক সম্পর্কও তৈরি করে। এমনকি ওই মুহূর্তের একটি ভিডিও রেকর্ড করে রাখে সে। পরে সেই ভিডিও দেখিয়ে নির্যাতিতা যুবতীকে ব্ল্যাকমেল করার উদ্দেশ্যও ছিল তার। তবে যুবতী কোনওভাবে জেনে যান, আরজু মল্লিক ভিন্ন ধর্মের এবং তাঁর সঙ্গে প্রতারণা করে বিয়ে করেছে। এর বিরুদ্ধে প্রতিবাদে সরব হন তিনি।

আরজু এরপর তাঁর সঙ্গে শারীরিক সম্পর্ক স্থাপন করার পর নিজের বন্ধুদের হাতে তুলে দেয় তাঁকে। এরপর আরজুর বন্ধুরা মিলে যুবতীকে একাধিকবার গণধর্ষণ করে বলে অভিযোগ। অভিযুক্তদের হাত থেকে কোনওভাবে ছাড়া পাওয়ার পর নির্যাতিতা বোকারোর মহিলা থানার দারস্থ হন। সেখানে একটি অভিযোগ দায়ের করেন। তাঁর অভিযোগের ভিত্তিতে পুলিশ তদন্ত শুরু করে।

তদন্তে উঠে আসে, অভিযুক্ত আরজু মল্লিকের বিরুদ্ধে এর আগেও অপরাধমূলক কাজকর্মের অভিযোগ রয়েছে। এরপরেই আরজু মল্লিকের অবৈধ বাড়ি বুলডোজার দিয়ে ভেঙে ফেলা হয়। বিএসএল-এর জমিতে অবৈধ নির্মাণ ভেঙে ফেলার এই নির্দেশ দেয় দায়রা আদালত। এই নির্দেশ অনুযায়ী মঙ্গলবার সকালে মারফারির আজাদনগরের শিওয়ান্দিহে অবস্থিত ওই বিলাসবহুল বাড়িটি গুঁড়িয়ে দেওয়া হয় বুলডোজার দিয়ে। কোনও রকম অপ্রীতিকর ঘটনা এড়াতে ঘটনাস্থলে মোতায়েন করা হয় বিশাল পুলিশবাহিনী। একজন ম্যাজিস্ট্রেটের তত্ত্বাবধানে বুলডোজার দিয়ে ওই অবৈধ বাড়িটি ভেঙে ফেলা হয়।

এই বিষয়ে এসপি চন্দন ঝা জানান, অনেক অপরাধী জেলা প্রশাসন ও বিএসএল-এর জমি অবৈধভাবে দখল করে রেখেছে। এইসব জায়গা থেকেই তারা নানারকম অপরাধমূলক কাজকর্ম করে বোকারোর শান্তিবিঘ্নিত করার চেষ্টা করছে। বিএসএল-এর ফাঁকা আবাসনেও অপরাধীদের চিহ্নিত করা হচ্ছে। আগামী দিনে এই ধরনের অপরাধীদের বিরুদ্ধে আরও কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন এসপি।

Subhraroop

সম্পর্কিত খবর