পশ্চিম আকাশে সূর্য অস্ত যেতেই পাপড়ি মেলল ব্রহ্মকমল, বছরে মাত্র একবারই ফোটে এই ফুল

ব্রহ্মকমল (brahma kamal), পৃথিবীর অন্যতম বিরল ফুল। সাদা রঙের এই অপূর্ব সুন্দর ফুল কেবল মাত্র সূর্য অস্ত যাওয়ার পরই ফোটে তাও বছরে মাত্র একদিনই৷ উত্তরাখণ্ড রাজ্যের চামোলিতে একাধিক এলাকায় দেখা মিলল এই ব্রহ্মকমলের।

images 2020 10 10T213031.248

বিশ্ব উষ্ণায়ন ও মানুষের অতিরিক্ত জনবসতির কারনে এই মুহুর্তে ব্রহ্মকমল ফুল খুবই দুর্লভ। উত্তরাখন্ডের কিছু প্রত্যন্ত অঞ্চলেই দেখা মেলে এই ফুলের। তেমনই একটি অঞ্চল বরফে ঢাকা চামোলি।

images 2020 10 10T213017.819

সৃষ্টি কর্তা ব্রহ্মার নামে নামকরণ হয়েছে এই বিরল ফুলের। আগেই জানিয়েছি এই ফুল বছরে মাত্র একবারই ফোটে। পাশাপাশি, মাত্র কয়েক ঘন্টার জন্যই ফোটে এই ফুল। মাত্র ২ ঘন্টায় ৮ ইঞ্চি পর্যন্ত পরিধি হয়ে যায়।

images 2020 10 10T213012.796

পুরাণেও এই ফুলের উল্লেখ আছে। কেদারনাথ ও বদ্রীনাথে এই ফুল দেবতাকে উৎসর্গ করা হয়৷ মহাভারত অনুসারে এই ফুলের সৌন্দর্যে মুগ্ধ হয়েছিলেন পাঞ্চালী দ্রৌপদী।

images 2020 10 10T205513.252

এই ফুলকে বলা হয় হিমালয়ের ফুলের রাজা। আয়ুর্বেদ ও তিব্বতি চিকিৎসা শাস্ত্রে এই ফুলের ব্যাপক ব্যাবহার উল্লেখ করা হয়েছে। ক্ষতস্থান কয়েক মুহুর্তে সারিয়ে তোলে এই ফুল। এই বিশেষ ফুলের সংরক্ষণ করতে চেষ্টা করছে উত্তরাখণ্ড সরকার

 

 


সম্পর্কিত খবর