বিরল ঘটনা ফুটবলে! শুধুমাত্র সেলফি তোলার জন্য হলুদ কার্ড দেখানো হল ব্রাজিলীয় কিংবদন্তি কাকাকে।

ব্রাজিল এবং ইসরাইলের মধ্যে একটি প্রদর্শনী ফুটবল ম্যাচের আয়োজন করা হয়েছিল, সেই ম্যাচে দীর্ঘদিন পর মাঠে নেমেছিলেন প্রাক্তন ব্রাজিলীয় কিংবদন্তি ফুটবলার কাকা। এই ম্যাচ পরিচালনার দায়িত্বে ছিলেন মহিলা রেফারি লিলাচ আসুলিন। ম্যাচ খুব সুন্দর ভাবেই চলছিল কিন্তু ম্যাচ চলাকালীন হটাৎই বাঁশি বাজিয়ে ম্যাচ থামিয়ে দেন রেফারি লিলাচ আসুলিন আর হঠাৎ করে এভাবে ম্যাচ থামিয়ে দেওয়ার ফলে ফুটবলাররা সহ মাঠে উপস্থিত সকল সমর্থকরাও একেবারে অবাক হয়ে যায় কারণ সেই সময় ম্যাচ থামানোর মতো কোনো পরিস্থিতি সৃষ্টি হয়নি ফুটবল মাঠে।

শুধু যে ম্যাচ থামিয়ে দিয়েছেন তাই নয় তার সাথে ব্রাজিলের কিংবদন্তি ফুটবলার কাকাকে সঙ্গে সঙ্গে হলুদ কার্ড দেখিয়ে দেন রেফারি লিলাচ। আর তারপরে কোনো কারণ ছাড়া হলুদ কার্ড দেখে কার্যত অবাক হয়ে যান কাকা। সেই সাথে সমস্ত ব্রাজিলীয় ফুটবলাররাও অবাক হয়ে যায় রেফারির কর্মকাণ্ড দেখে।

46935379ef55c575606df9c608100d76434b7b81

সকলে যখন অবাক দৃষ্টিতে রেফারির দিকে তাকিয়ে তখন সকলকে অবাক করে দিয়ে রেফারি লিলাচ আসুলিন নিজের ফোন বার করে সেলফি তোলেন ব্রাজিলীয় কিংবদন্তি কাকার সাথে। ফুটবল মাঠে রেফারির এই রকম কান্ড কারখানা দেখে হাসিতে ফেটে পড়ে গোটা স্টেডিয়াম। আর এই ঘটনার সাথে সাথে গোটা ফুটবল বিশ্ব আরো একটি বিরল ঘটনার সাক্ষী হয়ে থাকলো, খেলা চলাকালীন হলুদ কার্ড দেখিয়ে সেই ফুটবলারের সাথে যে সেলফি তোলা যায় এমন বিরল ঘটনা প্রথমবার দেখল ফুটবল বিশ্ব। অতীতে এমন বিরল ঘটনা ফুটবলে কখন ঘটে নি।


Udayan Biswas

সম্পর্কিত খবর