হাত ছাড়াই জন্ম কন্যা সন্তানের! বাবা বললেন ‘ভগবান যা দিয়েছেন, তাতেই খুশি”

Published On:

বাংলাহান্ট ডেস্ক : মধ্যপ্রদেশের বারওয়ানি জেলায় এমন এক কন্যাসন্তানের জন্ম হয়েছে যার কোনো হাতই নেই। ডাক্তার জানিয়েছেন যে এই ধরনের ঘটনা একেবারেই বিরল। মেয়েটি সম্পূর্ণ সুস্থ এখন। নবজাতকের ওজন ২ কেজি ৪০০ গ্রাম। গর্ভকালীন সময় জেনেটিক্স বা সংক্রমণের কারণে শিশুটির এমন জন্ম হতে পারে বলে মত চিকিৎসকদের।

অন্যদিকে, কন্যা সন্তানের জন্মের পরেই পরিবারের সদস্যরা যারপরনাই উচ্ছ্বসিত। শিশুটির বাবা বলছেন, ঈশ্বর আমাদের যা দিয়েছেন তাতেই আমরা খুশি। পলসুদ সংলগ্ন উপলা স্বাস্থ্য কেন্দ্রে জন্ম নেওয়া এই শিশুটি গোটা এলাকায় এখন আলোচনার বিষয় হয়ে উঠেছে। বহু লোক তাকে দেখতেও আসছেন।

মেয়েটির বাবা নীতেশ জানান, অনেকেই ফোন করে মেয়েটির কথা জিজ্ঞেস করছেন। পাশাপাশি তিনি আরোও বলেন, ১ ডিসেম্বর তার স্ত্রীর স্বাভাবিক প্রসব হয়। মেয়েটি যখন জন্ম নেয়, তখন দেখা যায় তার হাত নেই। কিন্তু আমরা এটাকে গুরুত্ব দিচ্ছি না। আমাদের কন্যা আমাদের জন্য লক্ষ্মী মাতার রূপ। নীতেশের কথায় ভগবান তার মেয়েকে যেমন ভাবে বানিয়েছেন, তাতেই তিনি খুশি।

অন্যদিকে, ডক্টর সুনীল সোলাঙ্কি বলেছেন যে কোনো জেনেটিক বা সংক্রমণের কারণে শিশুটি এমনভাবে জন্ম নিয়েছে। প্রসঙ্গত উল্লেখ্য, অতীতেও এমন বিরল ঘটনার সাক্ষী থেকেছেন চিকিৎসকরা। এর আগে রাতলামে দুই মাথা ও তিন হাত বিশিষ্ট শিশুর জন্য হয়েছে। সেখানে দেখা যায়, তৃতীয় হাতটি পিছনের দিকে দুই মুখের মাঝখানে অবস্থিত। এই শিশুটিকে সোনোগ্রাফিতে যমজের মতো দেখাচ্ছিল।

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর

X