৫৩ বছরের অপেক্ষার অবসান! এবারের রথযাত্রাকে ঘিরে থাকছে নয়া চমক, হবেন বিরল মুহূর্তের সাক্ষী

বাংলাহান্ট ডেস্ক : আর কিছুদিন পর রথযাত্রা (Rathyatra)। রথযাত্রা উপলক্ষে গোটা বিশ্ব থেকে লক্ষ লক্ষ ভক্ত এসে জড়ো হন পুরীতে (Puri)। তবে ৫৩ বছর পর এই বছর রথযাত্রার দিন ঘটতে চলেছে বিরল ঘটনা। ভগবান জগন্নাথ, ভগবান বলভদ্র এবং দেবী সুভদ্রার আকর্ষণে গোটা বিশ্ব থেকে ভক্তরা আসবেন উড়িষ্যার পুরীতে।

রথযাত্রা (Rathyatra) উপলক্ষে প্রস্তুতিও তুঙ্গে পুরীর মন্দিরে। হিন্দু ক্যালেন্ডার অনুযায়ী, আষাঢ় মাসের শুক্লপক্ষের দ্বিতীয় তিথিতে অনুষ্ঠিত হয়ে থাকে রথযাত্রা। এই বছর আগামী ৭ জুলাই রয়েছে রথযাত্রা উৎসব। ৯ দিনের এই উৎসব ১৬ জুলাই বহুদা যাত্রা বা ভগবান জগন্নাথের প্রত্যাবর্তন যাত্রার মাধ্যমে শেষ হবে।

   

আরোও পড়ুন : আচমকা গায়েব দীপিকার বেবিবাম্প! তাহলে কি বলি সুন্দরীর প্রেগন্যান্সির খবর ভুয়ো?

এই ৯ দিন জগন্নাথ-বলরাম ও সুভদ্রা অবস্থান করবেন গুন্ডিচা মন্দিরে। তবে ২০২৪ সালের রথযাত্রা (Rathyatra) সাক্ষী থাকতে চলেছে বিরল ঘটনার। প্রায় ৫৩ বছর পর এই দিনটি ভক্তদের জন্য বিশেষ গুরুত্বপূর্ণ হতে চলেছে। কারণ এই একই দিনে পড়েছে নেত্রোৎসব, নবজৌবন দর্শন এবং রথযাত্রা। ১৯৭১ সালের পর এ বছর আবার ঘটতে চলেছে এই বিরল ঘটনা।

puri rath

মন্দির প্রশাসনের পক্ষ থেকে সময়ের মধ্যে অনুষ্ঠান শেষ করার প্রস্তুতি নেওয়া হচ্ছে। ৭ই জুলাই দুটোর সময় মঙ্গল আরতির মাধ্যমে শুরু হবে উৎসব। বিকাল চারটের সময় হবে নেত্র উৎসব। পুরীর রাজা গজপতি দিব্যসিংহ দেব বিকাল ৪টায় ছেরা পাহানরা অনুষ্ঠান শুরু করবেন। তারপর বিকেল পাঁচটায় রথের রশিতে টান দিতে পারবেন ভক্তরা।

Avatar
Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর