বাংলাহান্ট ডেস্কঃ প্রবীণ সাংবাদিক রাস বিহারীর (ras bihari) ভূয়সী প্রশংসা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (narendra modi)। বাংলার (west bengal) রাজনীতি নিয়ে লেখা তাঁর ৩ টি বইয়ের অগাধ প্রশংসা করেন প্রধানমন্ত্রী মোদী। প্রধানমন্ত্রী বললেন- রাজনৈতিক ইতিহাসকে নিরপেক্ষভাবে তুলে ধরা, সঠিক ঘটনাবলির উপস্থাপন করা- একটি নিরলস পরিশ্রমের কাজ, যা রাস বিহারী সুন্দরভাবে ফুটিয়ে তুলেছেন।
চলতি মাসে ২৩ শে জানুয়ারি নেতাজি সুভাষ চন্দ্র বসুর ১২৫ তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে কলকাতায় এসেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেইসময় তিনি রাস বিহারীর সঙ্গে দেখা করে তাঁর বই লেখার বিষয়ে জানতে পারেন এবং এইসকল মন্তব্য করেছিলেন। রাস বিহারী বেশ কয়েক বছর ধরে দিল্লীর সাংবাদিক সমিতির সভাপতি এবং সাধারণ সম্পাদক ছিলেন।
রক্তচঞ্চল, ব্লাডলাইন বেঙ্গল, বেঙ্গল নামে ৩ টি বই লিখেছেন রাস বিহারী। এই ৩ টি বইয়ের একটি করে কপিই প্রধানমন্ত্রীকে উপহার দিয়েছিলেন তিনি। রাস বিহারি জানিয়েছেন, ‘প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আমার লেখা দেখে খুবই প্রশংসা করেছেন। পাশাপাশি তিনি আমার এই প্রচেষ্টা চালিয়ে যেতেও বলেছেন’।