বেশ কয়েক বছর ধরে আইপিএল এবং আন্তর্জাতিক ক্রিকেটে ভালো পারফরম্যান্স করে চলেছেন আফগানিস্তানের স্পিনার রাশিদ খান, আর এবার তার মুকুটে জুড়তে চলেছে আরও একটি নতুন পালক। আজ থেকে বাংলাদেশ এবং আফগানিস্তানের একটি টেস্ট ম্যাচ হতে চলেছে চট্টগ্রামে আর এই ম্যাচে প্রথমবারের জন্য টেস্ট ক্রিকেটে আফগানিস্তান ক্রিকেট দলকে নেতৃত্ব দেবেন রাশেদ খান। আর এই ম্যাচে মাঠে নামার সঙ্গে সঙ্গে তিনি করে ফেলবেন একটি রেকর্ড।
বিশ্বকাপে একেবারেই হতাশাজনক পারফরম্যান্স করে আফগানিস্তান ক্রিকেট দল। তারপরে আফগানিস্তান ক্রিকেট দলের পুরোনো অধিনায়ককে সরিয়ে সমস্ত ফর্মেটে অধিনায়ক করে দেওয়া হয় রাশিদ খানকে। আর দলের অধিনায়ক হওয়ার সত্বে বাংলাদেশের চট্টগ্রামে হতে চলা বাংলাদেশ বনাম আফগানিস্তান টেষ্ট ম্যাচে অধিনায়কত্ব পালন করবেন রাশিদ খান। আর এই ম্যাচে অধিনায়কত্ব পালন করার সাথে সাথে তিনি সবচেয়ে কনিষ্ঠতম টেস্ট অধিনায়ক হিসেবে আত্মপ্রকাশ করবেন।
এতদিন পর্যন্ত সবচেয়ে কনিষ্ঠতম টেস্ট অধিনায়ক ছিলেন জিম্বাবুয়ের প্রাপ্তন অধিনায়ক তাতেন্দা তাইবু আর এবার তার রেকর্ড ভেঙ্গে দিয়ে সবচেয়ে কনিষ্ঠতম অধিনায়ক হিসেবে আত্মপ্রকাশ করতে চলেছেন আফগানিস্তানের বর্তমান অধিনায়ক রাশিদ খান।
আজ থেকে পনেরো বছর আগে মাত্র 20 বছর 358 দিন বয়সে জিম্বাবোয়ের অধিনায়ক হিসাবে টেষ্ট ম্যাচে নজির গড়েছেন তাতেন্দা তাইবু। আর এবার সেই রেকর্ড ভেঙ্গে রাশিদ খান মাত্র 20 বছর 350 দিন বয়সে টেষ্ট ম্যাচ পরিচালনা করে রেকর্ড করতে চলেছে।
এই ম্যাচের ব্যাপারে জানতে চাওয়া হলে রাশিদ খান বলেন আমি নিজেকে গর্বিত মনে করছি এত কম বয়সে টেস্ট ম্যাচ পরিচালনা করতে পেরে। সেই সাথে উনি জানান যে আমরা অত্যন্ত দক্ষতার সাথে কোন রকম ভয় না পেয়ে এই ম্যাচ খেলবো। এবং জয়ের জন্য ঝাঁপিয়ে পড়বো। অপরদিকে আফগান কোচ বাংলাদেশকে ভয় করছে না তবে তাদের নজরে থাকছে বেশ কয়েকজন বাংলাদেশি প্লেয়ার।