রাশিদ খানের স্ত্রী অনুষ্কা শর্মা! গুগলের দেওয়া তথ্যে অবাক সকলে, জানুন আসল কারণ?

Published On:

বাংলা হান্ট ডেস্কঃ বর্তমানে যে সমস্ত তরুণ ক্রিকেটাররা প্রথম সারির দিকে রয়েছে এবং নামডাক করেছে তাদের মধ্যে উল্লেখযোগ্য আফগানিস্তানের তরুণ স্পিনার রাশিদ খান (Rashid khan)। শুধু মাত্র নিজের প্রতিভার জোরে আইপিএলের মত বড় টুর্নামেন্টে নিজের ছাপ ফেলেছে রাশিদ খান। বর্তমানে সানরাইজার্স হায়দ্রাবাদ দলের অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য এই আফগান ক্রিকেটার। রাশিদ খানকে চেনেন না এমন ক্রিকেটপ্রেমী মানুষ বর্তমানে নেই বললেই চলে। তবে সম্প্রতিকালে ক্রিকেট ছেড়ে এক অন্য কারনে শিরোনামে উঠে এসেছে রাশিদ খানের নাম।

গুগল সার্চ ইঞ্জিনে রাশিদ খানের স্ত্রী-র সম্পর্কে জানতে চাইলে সরাসরি চলে আসছে অনুষ্কা শর্মার (Anushka sharma) নাম। ভারত অধিনায়ক বিরাট কোহলির তথা বলিউড অভিনেত্রী অনুষ্কা শর্মার নামই দেখা যাচ্ছে রাশিদ খানের স্ত্রী হিসেবে। আর এই ঘটনায় অবাক হয়েছে সকলে।

এর সূত্রপাত 2018 সালে। সেই সময় ইনস্টাগ্রামে রাশিদ খানকে তার ভক্তরা জিজ্ঞাসা করেছিল রাশিদ খানের পছন্দের অভিনেত্রী কে? জবাবে রাশিদ খান বলেছিলেন অনুষ্কা শর্মার নাম। তারপর হঠাই করেই গুগলের কেরামতিতে রাশিদ খানের স্ত্রী হিসেবে উঠে আসছে অনুষ্কা শর্মার নাম। উল্লেখ্য, এই ব্যাপারে এখনো পর্যন্ত কিছুই বলেন নি রাশিদ খান এবং অনুষ্কা শর্মা। মুখ খোলেন নি বিরাট কোহলিও।

সম্পর্কিত খবর

X