ক‍্যামেরার সামনেই সম্পূর্ণ উন্মুক্ত পিঠ, হিন্দি গানে নেচে ভাইরাল রেশমি দেশাই

বাংলাহান্ট ডেস্ক: জনপ্রিয় রিয়েলিটি শো বিগ বসের দৌলতে বলিউড ইন্ডাস্ট্রিতে এখন রীতিমতো পরিচিত নাম রেশমি দেশাই (rashmi desai)। আগে থেকেই টেলিভিশন ধারাবাহিকে কাজ করতেন তিনি। তবে বিগ বস তাঁকে জনপ্রিয়তার শিখরে তুলে দিয়েছে। সোশ‍্যাল মিডিয়াতেও পাল্লা দিয়ে বাড়ছে রেশমির ফলোয়ার সংখ‍্যা।
সম্প্রতি অভিনেত্রীর একটি নতুন টিকটক ভিডিও (tiktok video) তুমুল জনপ্রিয় হয়েছে নেটদুনিয়ায়। কালো ব‍্যাকলেস পোশাকে নাচতে দেখা গিয়েছে তাঁকে। ‘লে যা লে যা রে’ গানের রিমিক্স ভার্শনে নাচতে দেখা গিয়েছে রেশমিকে।

rashmi 5e51f4a55fe5c

https://www.instagram.com/p/CAURpgxAYaT/?igshid=8d0pzkp8w95

https://www.instagram.com/p/CAkDgG_Aw-b/?igshid=cq5hsh06eu3v

 

রেশমির এই ভিডিও তুমুল জনপ্রিয় হয়েছে সোশ‍্যাল মিডিয়ায়। বিগ বসের অপর এক প্রতিযোগী বিশাল সিংও মন্তব‍্য করেছেন এই ভিডিওতে। সেই সঙ্গে রেশমির ইন্ডাস্ট্রির বন্ধু ও সহকর্মীদের কমেন্টও দেখা গিয়েছে ভিডিওতে। ৫ লাখেরও বেশি ভিউ হয়ে গিয়েছে ভিডিওতে।

https://www.instagram.com/p/B_o570YgVxf/?igshid=1s8des5sys64n

https://www.instagram.com/tv/B_jhw4sAUhZ/?igshid=1gtku7chlq8jp

প্রসঙ্গত, কিছুদিন আগেই জানা গিয়েছিল লকডাউন চলায় কাজ হারিয়েছেন রেশমি। নাগিন ধারাবাহিক থেকে সরিয়ে দেওয়া হয়েছে তাঁকে। জানা গিয়েছে রেশমির অত‍্যধিক জনপ্রিয়তাই এর নেপথ‍্যের কারন। অন‍্যান‍্য অভিনেত্রীদের থেকে রেশমির পে স্কেল অনেক বেশি। সেই পরিমাণ টাকা দেওয়ার ক্ষমতা এই মুহূর্তে ধারাবাহিকের নির্মাতাদের নেই।

https://www.instagram.com/p/B_eKblWgm50/?igshid=1qu2vd7qqi0dm

https://www.instagram.com/tv/B_cT78SgyDh/?igshid=10uvy19prg6iq

নাগিন ধারাবাহিকে শলাকা চরিত্রে অভিনয় করতেন রেশমি। জানা গিয়েছে ওই চরিত্রটিকেই আর দেখা যাবে না ধারাবাহিকে। কাস্ট ও নির্মাতাদের এই বিষয়ে মিটিংও হয়ে গিয়েছে বলে খবর ঘনিষ্ঠ সূত্রে।


Avatar
Niranjana Nag

সম্পর্কিত খবর