বক্ষযুগল ঢাকা শুধুই ফুলে, নিম্নাঙ্গেও নাম মাত্র কাপড় জড়ানো, চোখ ধাঁধানো হট অবতারে ভাইরাল রেশমির ভিডিও!

Published On:

বাংলাহান্ট ডেস্ক: জনপ্রিয় রিয়েলিটি শো বিগ বসের দৌলতে বলিউড ইন্ডাস্ট্রিতে এখন রীতিমতো পরিচিত নাম রেশমি দেশাই (rashmi desai)। আগে থেকেই টেলিভিশন ধারাবাহিকে কাজ করতেন তিনি। তবে বিগ বস তাঁকে জনপ্রিয়তার শিখরে তুলে দিয়েছে। সোশ‍্যাল মিডিয়াতেও পাল্লা দিয়ে বাড়ছে রেশমির ফলোয়ার সংখ‍্যা।

সম্প্রতি অভিনেত্রীর একটি নতুন রিল ভিডিও (video) তুমুল জনপ্রিয় হয়েছে নেটদুনিয়ায়। চূড়ান্ত হট অবতারে ধরা দিয়েছেন তিনি এই ভিডিওতে। সাদা থাই হাই স্প্লিট লং স্কার্ট পরেছেন রেশমি। কিন্তু অনাবৃত উদ্ধার্ঙ্গ ঢেকেছেন শুধুই ফুলে। এক গুচ্ছ সূর্যমুখী ফুলে বক্ষযুগল ঢেকে রেখেছেন তিনি।


এমনই চোখ ধাঁধানো অবতারে ক‍্যামেরায় ধরা দিয়েছেন তিনি। একের পর এক লাস‍্যময়ী পোজ দিয়ে ছবি তুলতে দেখা গিয়েছে তাঁকে। ব‍্যাকগ্রাউন্ডে বাজছে ‘গরমি’ গান। সত‍্যিই রেশমির এই হট ফটোশুট ভিডিও উষ্ণতা যেন কয়েকগুণ বাড়িয়ে দিয়েছে।

অভিনেত্রী যে নাচেও বেশ পারদর্শী তার প্রমাণ বহুবার পাওয়া গিয়েছে। লকডাউনে প্রায়ই নানা ছবি, ভিডিও শেয়ার করে অনুরাগীদের মন জিতে নিয়েছিলেন তিনি। জনপ্রিয় হিন্দি গান ‘কামারিয়া’র তালে নাচতে দেখা গিয়েছিল তাঁকে। রেশমির অসাধারন নাচের ভঙ্গিমায় মুগ্ধ হয়ে যান নেটিজেনরা।

সাদা ক্রপ টপ ও কমলা লং স্লিট স্কার্টেও অভিনেত্রীকে দেখতেও লাগছিল মোহময়ী। নিজের ইনস্টা হ‍্যান্ডেলে ভিডিওটি শেয়ার করেন রেশমি। আর পোস্ট করার সঙ্গে সঙ্গেই ভাইরাল এই ভিডিও।  সহকর্মীরা তো বটেই অনুরাগীরাও প্রশংসা করেছেন তাঁর নাচের দক্ষতার। অনেকে বলেছেন এই গানেই বিগ বসের ফিনালে এপিসোডেও নেচেছিলেন রেশমি।

এর আগেও একটি নাচের ভিডিও শেয়ার করেছিলেন রেশমি দেশাই। কালো ব‍্যাকলেস পোশাকে নাচতে দেখা গিয়েছিল তাঁকে। ‘লে যা লে যা রে’ গানের রিমিক্স ভার্শনে নাচতে দেখা গিয়েছিল রেশমিকে। রেশমির এই ভিডিটিও তুমুল জনপ্রিয় হয়েছিল সোশ‍্যাল মিডিয়ায়। বিগ বসের অপর এক প্রতিযোগী বিশাল সিংও মন্তব‍্য করেছিলেন এই ভিডিওতে। সেই সঙ্গে রেশমির ইন্ডাস্ট্রির বন্ধু ও সহকর্মীদের কমেন্টও দেখা গিয়েছিল ভিডিওতে।

 

View this post on Instagram

 

A post shared by BOLLYWOOD x NATURE (@filmyselfie123) on

সম্পর্কিত খবর

X