বাংলাহান্ট ডেস্ক: দক্ষিণী ফিল্ম দুনিয়া গত কয়েক বছরে অনেক এগিয়েছে। জয়যাত্রার পথে অন্যতম শরিক ছিল ‘পুষ্পা’। গোটা ভারত তথা বিশ্ব জুড়ে ছবির অসামান্য সাফল্য এক ধাক্কায় অনেকটা দর্শক বাড়িয়ে দিয়েছিল দক্ষিণী ছবির। নিজের প্রেমে পড়তে সবাইকে বাধ্য করেছিলেন ‘শ্রীভল্লি’ রশ্মিকা মন্দানা (Rashmika Mandana)। তবে তাঁর জনপ্রিয়তা পুষ্পারও আগে থেকে ছিল।
সবথেকে জনপ্রিয় দক্ষিণী তারকাদের তালিকায় প্রথম দিকে নাম থাকবে রশ্মিকার। দ্রুত সাফল্যের সিঁড়ি চড়ছেন তিনি। নামের সঙ্গে অনেক দিন আগেই জুড়েছে ‘জাতীয় ক্রাশ’ তকমা। দক্ষিণ থেকে বলিউড সবত্রই এখন রশ্মিকার চর্চা। বাড়তে থাকা চাহিদার প্রতি নজর রয়েছে অভিনেত্রীরও। তাই নাকি বেশ কিছু দাবিদাওয়াও বাড়িয়েছেন তিনি।
খুব তাড়াতাড়ি বলিউডে অভিষেক করতে চলেছেন রশ্মিকা। একগুচ্ছ হিন্দি ছবির শুটিং করছেন তিনি। দক্ষিণের নায়িকা বাস্তবে কেমন তা জানার ইচ্ছা হিন্দি বলয়ের দর্শকদের অনেক দিন ধরেই। এত দ্রুত সাফল্য, জনপ্রিয়তা নাকি মাথা ঘুরিয়ে দিয়েছে রশ্মিকার। নায়িকা সুলভ হাবভাবে মাটিতে পা পড়ে না তাঁর।
জাতীয় ক্রাশের বায়নাক্কার চোটে প্রযোজকদের নাকি পাগল হওয়ার জোগাড়। এমনি কিছু দাবি করা হয়েছে সম্প্রতি এক সংবাদ মাধ্যমে। সেখানে আরো দাবি করা হয়েছে, নিজের পোষ্য কুকুরের জন্যও নাকি প্রযোজকদের কাছ থেকে প্লেনের টিকিট আদায় করেন অভিনেত্রী। কারণ তাঁর পোষ্য তাঁকে ছাড়া এক মুহূর্ত থাকতে চায় না।
প্রতিবেদনটি নজর এড়ায়নি রশ্মিকার। মিষ্টি কথায় সপাটে জবাব দিয়েছেন তিনি। তিনি লিখেছেন, তিনি যদিও বা চান যে তাঁর পোষ্য তাঁর সঙ্গেই সবসময় থাকুক, তাঁর পোষ্যটি কিন্তু একেবারেই সেটা চায় না। হায়দ্রাবাদেই দিব্যি আছে সে। এভাবেই অভিনেত্রী বুঝিয়ে দিয়েছেন, খবরটি আসলে ভুয়ো।
https://twitter.com/iamRashmika/status/1540297494869200896?t=sjGir6bROKZuXBQc7NYzRQ&s=19
প্রসঙ্গত, আগামীতে বলিউডে একাধিক ছবিতে দেখা যাবে রশ্মিকাকে। সিদ্ধার্থ মালহোত্রার বিপরীতে মিশন মজনু ছবির হাত ধরে ডেবিউ করছেন তিনি। এছাড়া অমিতাভ বচ্চনের সঙ্গে গুড বাই এবং রণবীর কাপুরের বিপরীতে অ্যানিমাল ছবিতে অভিনয় করবেন রশ্মিকা।