মিষ্টি হাসির সঙ্গে দুরন্ত অভিনয়, নেটদুনিয়ার নতুন ‘ক্রাশ’ রশ্মিকা মন্দানা

বাংলাহান্ট ডেস্ক: দক্ষিণী ছবির জগতে অন‍্যতম জনপ্রিয় ও পরিচিত মুখ রশ্মিকা মন্দানা (rashmika mandanna)। বিপুল ফ‍্যানবেস রয়েছে রশ্মিকার। ‘গীত গোবিন্দম’ ছবিতে অসাধারন অভিনয় দক্ষতায় সবার নজর কাড়েন রশ্মিকা। তারপরেই খ‍্যাতির শীর্ষে ওঠেন তিনি।
অভিনয় জগতের পাশাপাশি সোশ‍্যাল মিডিয়াতেও রশ্মিকার জনপ্রিয়তা দেখার মতো। ইনস্টাগ্রামে তাঁর ফলোয়ার সংখ‍্যা ৭.২ মিলিয়ন। প্রায়ই নিত‍্য নতুন ছবি দিয়ে অনুরাগীদের মনোরঞ্জন করে থাকেন তিনি। তাঁর মিষ্টি হাসির ভক্ত সকলেই।

https://www.instagram.com/p/CBlTWbkpGvw/?igshid=1v34jaebv5ugc

https://www.instagram.com/p/CBOHqhapXwd/?igshid=wmfmh1jrltn1

এমনিতে বেশিরভাগ ছবিতে দেশি পোশাকেই ধরা দেন রশ্মিকা। কখনও চুড়িদার আবার কখনও শাড়িতে ক‍্যামেরাবন্দি হন তিনি। তবে দরকার মতো বোল্ডনেসও দিব‍্যি দেখাতে পারেন রশ্মিকা। তবে ট্র‍্যাডিশনার হোক বা মর্ডার্ন, মুখের মিষ্টি হাসিটা সবসময়ের সঙ্গী অভিনেত্রীর।

https://www.instagram.com/p/B889SB7p9TR/?igshid=1g9fw4l4yzw2f

https://www.instagram.com/p/B8txLNHpcHo/?igshid=4uyd8g70tef6

https://www.instagram.com/p/B7Q2GnDpjkF/?igshid=t9uftuj1h9u7

লকডাউনে সোশ‍্যাল মিডিয়াতে বেশ সক্রিয় ছিলেন রশ্মিকা। ছবি তো বটেই, টুকটাক লেখাও পোস্ট করেছেন তিনি। একটি পোস্টে অতীত, ব‍্যর্থতা ভুলে সবাইকে বর্তমানে বাঁচার কথা বলেছেন তিনি। আবার আরেকটি পোস্টে অভিনেত্রী জানিয়েছেন, ছোটবেলায় তিনি ভাবতেন তাঁর বাবা মা খুব কড়া। কিন্তু বড় হওয়ার সঙ্গে সঙ্গে তাঁর ভুল ভাঙে।

https://www.instagram.com/p/B7Ls13EJeQ0/?igshid=6yk5tp2fisib

https://www.instagram.com/p/B36znrKpTRJ/?igshid=mrx0o808h2cg

https://www.instagram.com/p/ByIjYtlgf7H/?igshid=15elyivix66lp

প্রসঙ্গত, এই মুহূর্তে কেরিয়ারের শীর্ষে রয়েছেন রশ্মিকা। জানুয়ারিতেই মুক্তি পেয়েছে মহেশ বাবুর বিপরীতে তাঁর ছবি ‘সারিলেরু নেক্কেভারু’। শেষবার তাঁকে দেখা গিয়েছিল ভীষ্ম ছবিতে।

https://www.instagram.com/p/BoBqaWylqgh/?igshid=u86ndujvjpfr

https://www.instagram.com/p/BdF221rFXdn/?igshid=183fnh8b9nr1d

https://www.instagram.com/p/BW9DkAOlVMJ/?igshid=covn2nbiknq4

এছাড়াও রশ্মিকার ঝুলিতে রয়েছে পুষ্পা, পোগারু, সুলতানের মতো ছবি। সুলতানের হাত ধরে তামিল ছবিতে অভিষেক করবেন রশ্মিকা।

Niranjana Nag

সম্পর্কিত খবর