লুকিয়ে লুকিয়ে ভিকির অন্তর্বাস দেখতে গিয়ে ধরা পড়লেন রশ্মিকা! নেটপাড়া ছুড়ে ছিছিক্কার

Published On:

বাংলাহান্ট ডেস্ক: দক্ষিণী ছবির জগতে অন‍্যতম জনপ্রিয় ও পরিচিত মুখ রশ্মিকা মন্দানা (rashmika mandanna)। বিপুল ফ‍্যানবেস রয়েছে রশ্মিকার। ‘গীত গোবিন্দম’ ছবিতে অসাধারন অভিনয় দক্ষতায় সবার নজর কাড়েন রশ্মিকা। তারপরেই খ‍্যাতির শীর্ষে ওঠেন তিনি।

রশ্মিকা নেটদুনিয়ার দীর্ঘদিনের ক্রাশ। এমনকি জাতীয় ক্রাশও ঘোষনা করা হয়েছে তাঁকে। কিন্তু নেটদুনিয়া এমনি একটা জায়গা যেখানে জাতীয় ক্রাশকেও ট্রোলের শিকার হতে হয়। ঠিক সেটাই হয়েছে রশ্মিকার সঙ্গে। ঘটনার সূত্রপাত একটি বিজ্ঞাপন থেকে। লুকিয়ে লুকিয়ে ভিকি কৌশলের অন্তর্বাস দেখতে গিয়ে ধরা পড়েছেন রশ্মিকা।


হ‍্যাঁ ঠিকই পড়েছেন। আসলে একটি নামী অন্তর্বাস প্রস্তুতকারক সংস্থার বিজ্ঞাপনে অভিনয় করেছেন ভিকি ও রশ্মিকা। সেখানে দেখা যাচ্ছে, যোগাসন করতে গিয়ে ভিকির অন্তর্বাসের স্ট্র‍্যাপ বেরিয়ে গিয়েছে। আর সেখানেই চোখ আটকায় রশ্মিকার। উপরন্তু আরো এক ঝলক দেখার জন‍্য ভিকিকে দিয়ে বেকায়দায় ফেলার চেষ্টা করতে থাকে সে।

https://twitter.com/vivektweetsso/status/1441661288883449856?s=19

এই বিজ্ঞাপন দেখার পরেই রশ্মিকার উপরে ক্ষেপেছেন তাঁরই অনুরাগীরা। এমন একটি বিজ্ঞাপনের জন‍্য রাজি কীভাবে হলেন তিনি? কৈফিয়ত চেয়েছেন নেটনাগরিকরা। বেশিরভাগেরই বক্তব‍্য, যত দিন যাচ্ছে অন্তর্বাসের বিজ্ঞাপনগুলিও ততই নিম্নমানের হচ্ছে। বরুন ধাওয়ান অভিনীত অপর একটি অন্তর্বাসের বিজ্ঞাপনের উপরেও ক্ষোভ উগরে দিয়েছেন তারা। আবার অনেকের কটাক্ষ, টাকাই শেষ কথা বলে সব জায়গায়।

কাজের দিক থেকে বললে সদ‍্য প্রকাশ‍্যে এসেছে রশ্মিকার আগামী ছবি পুষ্পার পোস্টার। প্রভূত ভালবাসা পেয়েছে পোস্টারটি। রশ্মিকা ছাড়াও ছবিতে রয়েছেন তেলুগু সুপারস্টার আল্লু অর্জুন এবৃ মালয়ালম সুপারস্টার ফাদাহ ফাসিল। এছাড়া বলিউডে তাঁর হাতে রয়েছে মিশন মজনু এবং গুডবাই।

সম্পর্কিত খবর

X