কেরলের মন্দিরে নিষিদ্ধ RSS! বন্ধ সমস্ত কার্যকলাপ, সিদ্ধান্ত ঘিরে চূড়ান্ত বিতর্ক

বাংলা হান্ট ডেস্ক : কেরলের (Kerala) মন্দিরে নিষিদ্ধ করা হল আরএসএসের (Rashtriya Swayamsevak Sangh) প্রবেশ। জানা যাচ্ছে, এই নির্দেশিকা জারি করেছে ত্রিবাঙ্কুর দেবাস্বম বোর্ড। নির্দেশিকায় পরিষ্কার বলা হয়েছে, পুজার্চনা ছাড়া মন্দির চত্বরে অন্য কোনও রকম গতিবিধি করা যাবে না।

কেরলে প্রথম থেকেই সক্রিয় রাষ্ট্রীয় স্বয়ং সেবক। এরই মধ্যে সেখানে গভীরে প্রবেশ করেছে জেহাদের মানসিকতাও। ইরাক ও সিরিয়ায় গিয়ে ইসলামিক স্টেটে যোগ দিয়েছে রাজ্যটির বেশ কয়েকজন মুসলিম যুব। এমনই দাবি গোয়েন্দাদের। উগ্র বামপন্থীদের সঙ্গে হিন্দুত্ববাদীদের লড়াইও হয়েছে সে রাজ্যে। এই পরিস্থিতিতে মন্দিরে সংঘের কার্যকলাপ নিষিদ্ধ করাকে কেন্দ্র করে শুরু হয়েছে চরম বিতর্ক।

   

rss 2

কেরলে হিন্দু মন্দিরগুলির নিয়ন্ত্রণ করে ত্রিবাঙ্কুর দেবাস্বম বোর্ড। স্বশাসিত এই বোর্ডের নিয়ন্ত্রণে রয়েছে বিখ্যাত শবরীমালা-সহ প্রায় ১ হাজার ২০০ মন্দির। সেগুলিতেই সংঘের কার্যকলাপ নিষিদ্ধ করা হয়েছে। ১৮ মে বোর্ডের পক্ষ থেকে জারি করা এক সার্কুলারে বলা হয়, পুজার্চনা ছাড়া মন্দির চত্বরে অন্য কোনও গতিবিধি করা যাবে না। এই নির্দেশ অমান্য করলে কড়া পদক্ষেপ করা হবে।

এর আগেও এমন নির্দেশ দেওয়া হয়েছিল। কিন্তু মন্দিরগুলি তা পালন করেনি বলে জানা যাচ্ছে। বছর কয়েক আগে হাদিয়া কাণ্ডের জেরে অগ্নিগর্ভ পরিস্থিতির সৃষ্টি হয় কেরলে (Kerala)। ২০১৬ সালে মুসলিম ধর্মাবলম্বী এক যুবককে বিয়ে করেন অখিলা নামের এক তরুণী।

এরপরই ইসলাম ধর্ম গ্রহণ করে হাদিয়া নাম নেন তিনি। এই ঘটনার পরই লাভ জেহাদের অভিযোগ তুলে আদালতের দ্বারস্থ হয় ওই তরুণীর পরিবার। মামলা গড়ায় সুপ্রিম কোর্ট পর্যন্ত। ওই ঘটনা শোরগোল ফেলে দেয় দেশজুড়ে।কেরলের পিনারাই বিজয়ন সরকার হিন্দু বিরোধী বলে তোপ দাগে বিজেপি। এরই মধ্যে আরএসএস-প্রবেশ নিষিদ্ধ করে বিতর্ক আরও বাড়িয়ে দিল বলেই মনে করছে রাজনৈতিক বিশেষজ্ঞ মহল।

Avatar
Sudipto

সম্পর্কিত খবর