কাউন্ট ডাউন স্টার্ট! যে কোনো সময় হতে পারে রদবদল! অভিষেকের নরওয়ে সফর বাতিল হতেই শোরগোল

বাংলা হান্ট ডেস্কঃ কিছুদিন আগেই সুদূর নরওয়ের থেকে ডাক পেয়েছিলেন তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। নরওয়ের রাজধানী অসলোতে পাঁচ দিনের সফরে যাওয়ার কথা ছিল তৃণমূল সংসদ তথা দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee)। লিঙ্গ সাম্য ও মহিলাদের ক্ষমতায়নের জন্য নতুন নীতি বাস্তবায়িত করতে চলেছে নরওয়ে সরকার।

অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) নরওয়ে সফর বাতিলের কারণ কী?

সেই অসলো অধিবেশনেই আলোচনার জন্য আমন্ত্রণ জানানো হয়েছিল তৃণমূল সাংসদকে (Abhishek Banerjee)। ১৭ নভেম্বর থেকে ২২ নভেম্বর পর্যন্ত পাঁচ দিনের সফরে নরওয়ে যাওয়ার কথা ছিল অভিষেকের। কিন্তু অনিচ্ছা সত্ত্বেও এবার নরওয়ে সফরে  না বলতে হলে অভিষেককে। প্রসঙ্গত তৃণমূল সরকার ক্ষমতায় আসার পর থেকে বিগত কয়েক বছরে নারীর ক্ষমতায়নের জন্য রাজ্য জুড়ে একাধিক প্রকল্প চালু করা হয়েছে।

কন্যাশ্রী থেকে লক্ষ্মীর ভান্ডার কিংবা রূপশ্রীর মতো প্রকল্প সমাজে মেয়েদের আর্থিক ক্ষমতায়নে বিশেষভাবে সাহায্য করেছে। সম্ভবত সেই কারণেই মতামত নেওয়ার পাশাপাশি আলোচনার জন্যই অসলো কনভেশনে বাংলা থেকে ডাক পেয়েছিলেন তৃণমূল কংগ্রেসের প্রতিনিধি। তবে অভিষেক আচমকা নরওয়ে সফর বাতিল করে দেওয়ায় ব্যাপক তোলপাড় শুরু হয়েছে দলের অন্দরে।

আরও পড়ুন: পর্দাফাঁস! ট্যাব দুর্নীতিতে সামনে এল চাঞ্চল্যকর তথ্য! যা চলত আড়ালে…

এখনও পর্যন্ত বিষয়টি সর্বস্তরের নেতারা জানেন না। তবে কালীঘাট ঘনিষ্ঠ কয়েকজন নেতাদের অনুমান এবার যে কোন দিন তৃণমূলের সাংগঠনিক স্তরে রদবদল হতে পারে। অভিষেক বন্দোপাধ্যায় আগেই ইঙ্গিত দিয়েছিলেন পুরোসভা ভোটে যে সমস্ত পৌরসভার ফলাফল খারাপ হয়েছে সেখানে সেই সমস্ত পৌরসভার চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান দুজনকে সরানো হবে।

Abhishek Banerjee

শোনা যাচ্ছে, জেলা সংগঠনের পাশাপাশি তৃণমূলের যুব ছাত্র সংগঠনও ঢেলে সাজানো হবে। সব ঠিক থাকলে যুব সভানেত্রী পদ থেকে  সরানো হতে পারে সায়নী ঘোষকে। পরিবর্তে আনা হতে পারে নতুন মুখ। জানা যাচ্ছে জেলা সংগঠনের এই রদ বদলের পাশাপাশি রাজ্য সংগঠনেও বেশ কিছু বদল আনা হতে পারে। তবে এখনও পর্যন্ত আলোচনা খুব বেশি দূর না এগোতে পারেনি। তবে কালিঘাট সূত্রে খবর সংগঠনিক স্তরে এই রদবদল হওয়ার পর ২৬ এর বিধানসভা ভোটের আগে শেষবারের মতো বেশ কিছু বদল আনা হতে পারে রাজ্য মন্ত্রী সভাতেও।

Anita Dutta
Anita Dutta

অনিতা দত্ত, বাংলা হান্টের কনটেন্ট রাইটার। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৪ বছরের বেশি সময় ধরে সাংবাদিকতা পেশার সাথে যুক্ত।

সম্পর্কিত খবর