নর্থ কোরিয়া পৌঁছাল করোনা সংক্রমণ, চীনের সীমায় থাকা শহর করা হল সীল

Published On:

বাংলাহান্ট ডেস্ক :   করোনা(corona) পরিস্থিতি নিয়ে বেসামাল গোটা দুনিয়া আর এর মধ্যে সিল করা হয়েছে উত্তর কোরিয়া (North Korea ) চীনা সীমান্তে অবস্থিত রাসন(Rason) সিটির সীমানা। উত্তর কোরিয়ার সমস্ত দাবির পরেও এমন খবর পাওয়া গেছে যে করোনাভাইরাস এখানেও ছড়িয়েছে। তবে উত্তর কোরিয়ার সরকার করোনার সংক্রমণের কোনও ঘটনা নিশ্চিত করতে পারেনি।  কিম জং উনের সরকার করোনার সংক্রমণের ঘটনা গোপন করছে বলে দাবি করে চলেছে দক্ষিণ কোরিয়া।

 রাসন সিটিতে মোতায়েন কিম জংয়ের বিশেষ অফিসার

কিম জংয়ের বিশেষ অফিসারকে রাসন সিটিতে মোতায়েন করা হয়েছে।কিন্তু এই সীমানা সিল করার পেছনে আবার অন্য খবরও মিলেছে কিম জং রেশন শহরে একটি অনুষ্ঠান করতে চলেছে, এ কারণেই এই শহরের সীমানা সিল করা হয়েছে। তবে দক্ষিণ কোরিয়া এই তথ্যকে ভুয়ো তথ্য বলে  দাবি করেছে।  কিন্তু শহরটি সিল দেওয়ার পরে কিম জং উনের নীরবতার বিষয়ে বিশেষজ্ঞরা বলছেন যে এই পরিস্থিতিটি অত্যন্ত বিপজ্জনক বলে মনে হচ্ছে।    এদিকে আমেরিকা যুক্তরাষ্ট্র বলেছে যে উত্তর কোরিয়ার প্রতিবেশী দেশ চীন, রাশিয়া এবং দক্ষিণ কোরিয়া করোনার সংক্রমণের হওয়ার আশংকা আছে।

দক্ষিণ কোরিয়া সিল করার পেছনে অন্য কারণ দেখছে 

দক্ষিণ কোরিয়ার জানিয়েছে  এটি নিশ্চিত যে এই শহর সিল করার পিছনে কারণটি খুব গুরুতর। উত্তর কোরিয়ায় বাণিজ্যের মূল কেন্দ্র রাসান, কোনও প্রোগ্রামের জন্য বন্ধ থাকা এটা অসম্ভব ব্যাপার। উত্তর কোরিয়ার সাথে রাশিয়া এবং চীনের বাণিজ্যের প্রধান কেন্দ্র রাসন সিটি। প্রথম থেকেই  উত্তর কোরিয়া,  ধারাবাহিকভাবে দেশটির করোনার সংক্রমণ মুক্ত বলে দাবি করে আসছে। তবে রাসন সিটির সীমানা সিল করার পরে এই দাবি নিয়ে অনেক  প্রশ্ন উঠতে শুরু করেছে।

সম্পর্কিত খবর

X