JRD টাটা রেজিউমে চাইতেই এই কাজটি করেছিলেন রতন! জানলে হয়ে যাবেন অবাক

বাংলা হান্ট ডেস্ক: ভারতের অন্যতম সফল এবং বর্ষীয়ান শিল্পপতি হলেন রতন টাটা (Ratan Tata)। তাঁকে চেনেন না এমন ভারতীয় রীতিমতো খুঁজে পাওয়াই মুশকিল। সবথেকে উল্লেখযোগ্য বিষয় হল, তিনি তাঁর সহজসরল এবং অনাড়ম্বর জীবনযাপনের মাধ্যমে সবাইকে অবাক করে দেন। এছাড়াও তিনি যুক্ত থাকেন বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডের সাথে। পাশাপাশি, দেশের নবীন উদ্যোক্তাদের উদ্দেশ্যেও সাহায্যের হাত বাড়িয়ে দেন রতন টাটা। আর সেই কারণেই যত দিন এগোচ্ছে ততই অনুরাগীর সংখ্যা বাড়ছে তাঁর।

এছাড়াও, রতন টাটা সম্পর্কে নানান চমকপ্রদ তথ্য জানার জন্য আগ্রহ প্রকাশ করেন সকলেই। এমতাবস্থায়, টাটা গ্রূপের প্রাক্তন চেয়ারম্যান রতন টাটার প্রথম রেজিউমের বিষয়ে এবার একটি অবাক করা তথ্য উঠে এসেছে আলোচনার কেন্দ্রবিন্দুতে। মূলত রতন টাটা কিভাবে তাঁর প্রথম রেজিউমে অর্থাৎ CV অন্য কোম্পানির অফিসে প্রস্তুত করেছিলেন সেই বিষয়টি একটি সাক্ষাৎকারে জানিয়েছিলেন তিনি।

   

Ratan did this work to make a resume

এই প্রসঙ্গে জানিয়ে রাখি যে, বিষয়টি তখন ঘটেছিল যখন রতন টাটা আমেরিকাতে পড়াশোনা শেষ করে ভারতে ফিরে এলেও চাকরির জন্য টাটা গ্রুপকে বেছে নেননি। বরং, তিনি IBM থেকে চাকরির প্রস্তাব পেয়েছিলেন। যেটি সম্পর্কে JRD টাটা জানতেন না। এমতাবস্থায় সাক্ষাৎকারে রতন টাটা জানিয়েছিলেন যে, JRD টাটা যখন বিষয়টি জানতে পারেন তখন তিনি খুব রেগে যান।

আরও পড়ুন: এমনিতেই খান খুব অল্প! তবুও রতন টাটার পছন্দের খাবারের তালিকায় রয়েছে এই ৫ টি পদ

রতন টাটা বলেন, “আমি যখন IBM-এর অফিসে পৌঁছেছিলাম ঠিক তখনই JRD টাটার ফোন এসেছিল”। তিনি রতন টাটার কাছে তাঁর রেজিউমে চেয়েছিলেন এবং বলেছিলেন যে, “তুমি ভারতে থেকে IBM-এ কখনোই চাকরি করতে পারবেনা।” এদিকে, রতন টাটার কাছে তখন JRD টাটাকে দেওয়ার মতো রেজিউমে ছিল না। সেজন্য তিনি IBM-এর অফিসে সেটি তৈরি করেন।

আরও পড়ুন: “আমি কখনোই…”, গ্যাংস্টারের হুমকিতেও পাননি ভয়! রতন টাটার জীবনের এই কাহিনী জানলে অবাক হবেন

মূলত, IBM অফিসে ইলেকট্রিক টাইপরাইটার দিয়ে রতন টাটা রেজিউমে তৈরি করে সরাসরি পৌঁছে যান JRD টাটার কাছে। তারপরে JRD টাটা তাঁর CV টি পড়েন এবং ১৯৬২ সালে রতন টাটাকে চাকরিতে নিযুক্ত করেন। সেজন্য রতন টাটাকে জামশেদপুর প্ল্যান্টে ৬ মাসের ট্রেনিংও নিতে হয়েছিল। এরপর তাঁকে টাটা স্টিলে পাঠানো হয়। আর এইভাবেই একের পর এক জায়গায় দক্ষতার সাথে কাজ করার মাধ্যমে রতন টাটা ১৯৭৪ সালে Tata Sons-এর চেয়ারম্যান হন।

Sayak Panda
Sayak Panda

সায়ক পন্ডা, মেদিনীপুর কলেজ (অটোনমাস) থেকে মাস কমিউনিকেশন এবং সাংবাদিকতার পোস্ট গ্র্যাজুয়েট কোর্স করার পর শুরু নিয়মিত লেখালেখি। ২ বছরেরও বেশি সময় ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর