মুকুল গেরুয়া শিবির ছাড়তেই বিজেপিতে ভাঙন শুরু, দল ছাড়লেন মুকুল ঘনিষ্ঠ স্থানীয় বড় নেতা

বাংলা হান্ট ডেস্কঃ ইতিমধ্যেই গেরুয়া শিবির ছেড়ে ফের একবার ঘাসফুলে যোগ দিয়েছেন বাংলার রাজনীতির চাণক্য হিসেবে পরিচিত মুকুল রায়। গতদিনে ফের একবার তার তৃণমূলের ফেরা নিয়ে রীতিমতো সরগরম ছিল রাজ্য রাজনীতি। অনেক রাজনৈতিক বিশ্লেষকের মতে তার হাত ধরেই পশ্চিমবঙ্গের ২০১৭ সালের পর বিজেপির দুর্দান্ত উত্থান ঘটেছিল। এমনকি ২০১৯ সালে লোকসভায় ১৮ টি আসন লাভের পিছনেও তার অবদান ছিল স্পষ্ট। রাজনৈতিক এও বিশ্লেষকরা বলেন, একুশের নির্বাচনের আগে তৃণমূলের ঘর ভাঙনের নেপথ্যে ছিলেন এই মুকুলই।

কিন্তু রাজনীতি বড় বিচিত্র খেলা, আর তাই ২০২০ থেকেই বিজেপিতে রাজনৈতিক গুরুত্ব কমতে শুরু করে মুকুলের। শেষপর্যন্ত স্ত্রীর অসুস্থতাকে কেন্দ্র করে সামনা সামনি এসে পড়ে মুকুল-দিলীপ দ্বন্দ্ব। অনেকেই মনে করেন মুকুলের মতো বর্ষিয়ান নেতা থাকা সত্বেও শুভেন্দু অধিকারীর দুরন্ত উত্থানও কারণ হতে পারে এই দল ছাড়ার নেপথ্যে। তবে সে সব এখন অতীত, এখন প্রশ্ন উঠতে শুরু করেছে মুকুলের অনুগামী হিসেবে তার হাত ধরে বিজেপিতে যোগদান করেছিলেন যারা বা যাদের অনেককেই বিজেপিতে যোগদান করানোর ক্ষেত্রে বড় ভূমিকা রেখেছিলেন মুকুল। তারা কি করবেন আগামী দিনে? ইতিমধ্যেই দল ছাড়ার ইঙ্গিত স্পষ্ট হয়েছে একাধিক রাজনৈতিক নেতার মধ্যে। নাম উঠে আসছে রাজীব বন্দ্যোপাধ্যায়, সব্যসাচী দত্তদেরও।

তবে তার আগেই এবার বিজেপি ছাড়লেন মুকুল ঘনিষ্ঠ বিজেপি নেতা রতন ঘোষ। উত্তর ২৪ পরগনার সন্দেশখালি ৪৫ নম্বর জেলাপরিষদ আসন থেকে তৃণমূল কংগ্রেসের টিকিটে জিতেছিলেন বনগাঁর বাসিন্দা রতন। পরে তিনি উত্তর ২৪ পরগনা জেলা পরিষদের খাদ্য ও খাদ্য সরবরাহ কর্মাধ্যক্ষ হিসেবেও নির্বাচিত হন। কিন্তু তৃণমূলের সঙ্গে মতপার্থক্যের জেরে নির্বাচনের ঠিক আগে দল ছাড়েন তিনি। সমালোচকরা অবশ্য বলেন, এর পিছনেও ছিল রাজনীতির চাণক্যেরই খেলা। কিন্তু এক সময় মতপার্থক্যের জন্য দল ছেড়েছিলেন যিনি, তাকেই আজ একবার ফের দেখা গেল দলত্যাগীদের তালিকায়।

Ratan

প্রসঙ্গত উল্লেখ্য, এর আগেই বিজেপি ছেড়েছিলেন দীপেন্দু বিশ্বাস সহ আরও অনেকে। এদের মধ্যে অনেকে তৃণমূলে যোগদানের কাতর আবেদন জানিয়ে চিঠি লিখেছেন মমতা বন্দ্যোপাধ্যায়কে। কাকে কাকে যোগদান করানো হবে তা খুলে না বললেও অনেকেই যে আগামী দিনে ফের তৃণমূলে ফিরবেন আগের সাংবাদিক বৈঠকেই স্পষ্ট করে দিয়েছেন মমতা। এবার দলত্যাগী রতন ঘোষ কোন নৌকায় চড়েন সেদিকেই তাকিয়ে থাকবে সকলে। তবে ঘনিষ্ঠ মহলের মতে আগামী দিনে তৃণমূলে যোগদান করতে পারেন তিনিও।

Avatar
Abhirup Das

সম্পর্কিত খবর