রতন টাটা মেনে চলেন এই ৮ টি সাফল্যের মন্ত্র! যেগুলি বদলে দেবে আপনার জীবনও

বাংলা হান্ট ডেস্ক: ভারতের অন্যতম ধনকুবের তথা বর্ষীয়ান শিল্পপতি রতন টাটাকে (Ratan Tata) চেনেন না এমন ভারতীয় রীতিমতো খুঁজে পাওয়াই মুশকিল। দেশের প্রথম সারির ব্যবসায়ীদের তালিকায় তাঁর নাম রয়েছে একদম ওপরের দিকেই। পাশাপাশি, তিনি তাঁর কঠোর পরিশ্রম এবং নিষ্ঠার মাধ্যমে বিশ্বব্যাপী টাটা গ্রূপকে (Tata Group) স্বীকৃতি এনে দিয়েছেন। সর্বোপরি, তাঁর সহজ-সরল, অনাড়ম্বর জীবনযাপন রীতিমতো অবাক করে দিয়েছে সকলকেই। আর সেই কারণেই যত দিন এগোচ্ছে ততই বাড়ছে তাঁর অনুরাগীর সংখ্যা। মূলত, রতন টাটা তাঁর জীবনে বেশকিছু বিষয় অনুসরণ করে সাফল্য অর্জন করেছেন। বর্তমান প্ৰতিবেদনে সেই প্রসঙ্গে বিস্তারিত তথ্য উপস্থাপিত করা হল।

১. কর্মই হল সবকিছু: রতন টাটা মনে করেন যে, আপনি যদি কাজ করেন, তাহলে সেটিকেই পুজোর সমান মনে করুন। পাশাপাশি, যেকোনো কাজ করার জন্যই কঠোর পরিশ্রম এবং মনোযোগ প্রদান করুন।

২. চিন্তাভাবনার পরিধি বাড়ান: বর্ষীয়ান এই শিল্পপতি মনে করেন যে, জীবনে কিছু করতে হলে সবার প্রথমে চিন্তাভাবনার পরিধিকে বাড়াতে হবে। অর্থাৎ, বড় কিছু ভাবতে হবে। যখন আপনি বড় স্বপ্ন দেখবেন তখন সেটিকে পূরণ করার জন্যও আপনি যথেষ্ট পরিশ্রম করবেন।

৩. সবাইকে সম্মান দিন: সফলতার শীর্ষে পৌঁছে গিয়েও রতন টাটা সবাইকে সম্মান দেন। এমনকি, নবীণ প্রজন্মদের সাথেও তিনি যথেষ্ট সম্মানের সাথে কথা বলেন। আর তাঁর এই গুণ তাঁকে অনন্য করে তুলেছে। তিনি মনে করেন সবসময় অপরজনের প্রতি সম্মান প্রদর্শন করা উচিত।

৪. আত্মবিশ্বাস: রতন টাটার মতে, সবার আগে নিজের প্রতি বিশ্বাস বজায় রাখুন। যদি, আপনার নিজের ওপর সঠিক আত্মবিশ্বাস থাকে তাহলে আপনি যেকোনো কাজই অত্যন্ত সহজ ভাবে করে ফেলতে পারবেন। অর্থাৎ, কোনো কিছুই আপনাকে বাধা দিতে পারবে না।

৫. সম্মিলিতভাবে চলুন: টাটা মনে করেন যে, একা একা কোনো ব্যক্তি শুধুমাত্র কিছুদূর পর্যন্তই চলতে পারেন। কিন্তু, সম্মিলিতভাবে থাকলে বা কোনো কাজ করলে সেক্ষেত্রে খুব সহজেই আপনি আপনার নির্ধারিত লক্ষ্যে পৌঁছতে সক্ষম হবেন।

৬. প্রয়োজন শৃঙ্খলা: সাফল্য হাসিলের ক্ষেত্রে প্রথম নিয়ম হল শৃঙ্খলা। রতন টাটাও তাঁর জীবনে এই নিয়মটি কঠোরভাবে মেনে চলেন। তিনি খুব সকালে ঘুম থেকে ওঠেন এবং সময়মতো সমস্ত কাজ সম্পন্ন করেন।

ratan tata 3

৭. ভরসা প্রদান: রতন টাটা মনে করেন যে, আপনি যখন আপনার ব্যবহারের মাধ্যমে ভরসা বা বিশ্বাস গড়ে তুলবেন তখন সকলেই আপনার সাথে সংযোগ স্থাপন করবেন। এমনকি, সবাই আপনার কাজ কিংবা কোম্পানির ওপরেও বিশ্বাস রাখবে।

৮. শেখার ইচ্ছে এবং ঝুঁকি নেওয়া: রতন টাটা বিশ্বাস করেন যে, জীবনে সবসময় নতুন কিছু শেখা উচিত। পাশাপাশি, যেকোনো কাজে বা সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে ঝুঁকি নেওয়ার সাহস থাকলেই আপনি সফল হতে পারবেন।


Sayak Panda
Sayak Panda

সায়ক পন্ডা, মেদিনীপুর কলেজ (অটোনমাস) থেকে মাস কমিউনিকেশন এবং সাংবাদিকতার পোস্ট গ্র্যাজুয়েট কোর্স করার পর শুরু নিয়মিত লেখালেখি। ২ বছরেরও বেশি সময় ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর