Tata Trust, Tata Sons, Tata Group’র তফাৎ কী জানেন? আসলে ৩৪ কোটির সাম্রাজ্য চলে এই নিয়মে

Published On:

বাংলাহান্ট ডেস্ক : ৮৬ বছর বয়সে শিল্পপতি রতন টাটার (Ratan Tata) জীবনাবসান হয়েছে গত ৯ই অক্টোবর। শুধু একজন শিল্পপতি হিসাবে নয়, রতন টাটা দেশের মানুষের কাছে প্রিয় হয়ে উঠেছিলেন তাঁর দূরদর্শিতা ও ব্যবহারের জন্য। গত কয়েক বছর ধরে লক্ষ লক্ষ মানুষের জীবনের চাহিদা মেটাতে রতন টাটা (Ratan Tata) এগিয়ে এসেছিলেন।

রতন টাটার (Ratan Tata) বিশাল সাম্রাজ্য

কর্মসংস্থান থেকে শুরু করে সাধারণ মানুষের স্বপ্ন পূরণ, রতন টাটা (Ratan Tata) নিজেই যেন হয়ে উঠেছিলেন এক জাদুকর। বর্তমানে ১০০-রও বেশি সংস্থা অন্তর্ভুক্ত রয়েছে টাটা গ্রুপে। শতাধিক দেশে রয়েছে টাটা গ্রুপের অফিস। ২০২৩ সালের একটি হিসাব বলছে, টাটা গ্রুপের বাজার মূলধন ভারতীয় মুদ্রায় প্রায় ৩৪ লক্ষ কোটি টাকা।

আরোও পড়ুন : শুধু সলমন ঘনিষ্ঠ বলেই? ‘…তৈরি থেকো’, বাবা সিদ্দিকীর নৃশংস হত্যার পর ফের হুমকি বিষ্ণোই গ্যাংয়ের

টাটা কনসালটেন্সি সার্ভিস বা TCS হল টাটা গ্রুপের মধ্যে অন্তর্ভুক্ত সবথেকে বড় সংস্থা। ১৫ লক্ষ কোটি টাকার মার্কেট ক্যাপ রয়েছে টিসিএসের। তবে রতন টাটার প্রয়াণের পর বাজারে একটা প্রশ্ন সবার মধ্যে ঘোরাফেরা করছিল, সেটা হল রতন পরবর্তী যুগে টাটা ট্রাস্টের চেয়ারম্যান কে হবেন? দীর্ঘ জল্পনা কল্পনার পর রতন টাটার সৎ ভাই নোয়েল টাটা বসেছেন টাটা ট্রাস্টের চেয়ারম্যানের পদে।

Ratan Tata Net Worth.

Ratan Tata’র টাটা ট্রাস্ট, টাটা সন্স, টাটা গ্রুপ আসলে কী?

অনেকগুলি ট্রাস্টের একটি সম্মিলিত গ্রুপ হল টাটা ট্রাস্ট। স্যার রতন টাটা (Ratan Tata) ট্রাস্ট এবং স্যার দোরাবজি টাটা ট্রাস্ট দুটি হল এগুলির মধ্যে প্রধান। এই দুটি ট্রাস্টের ৫২ শতাংশ শেয়ার রয়েছে টাটা সন্সে। এছাড়াও টাটা সন্সে ১৪% অংশীদারিত্ব রয়েছে টাটা ট্রাস্টের অন্তর্ভুক্ত অন্যান্য ট্রাস্টের। মোট টাটা ট্রাস্টের ৬৬ শতাংশ শেয়ার রয়েছে টাটা সন্সে।

টাটা গ্রুপের হোল্ডিং কোম্পানি হল টাটা সন্স। টাটা সন্সের ২৫ থেকে ৭৫ শতাংশ অংশীদারিত্ব রয়েছে টাটা গ্রুপের বিভিন্ন কোম্পানিতে। বলা যেতেই পারে সামগ্রিকভাবে টাটা সন্স নিয়ন্ত্রিত হয় টাটা ট্রাস্ট দ্বারা। টাটা সন্স, টাটা গ্রুপ নিয়ন্ত্রিত হয়। এক কথায় টাটা ট্রাস্ট হল টাটার সাম্রাজ্যের মূল ভিত্তি।

নিয়ম অনুযায়ী টাটা ট্রাস্টের সভাপতির পদে শুধুমাত্র টাটা পরিবার অথবা পার্সি সম্প্রদায়ের মানুষই থাকতে পারবেন। রতন টাটার বাবা প্রথম স্ত্রীর সাথে ডিভোর্সের পর বিয়ে করেন সুইস সিমোন ডুনয়ারকে। তাঁদের সন্তান হলেন নোয়েল টাটা। রতন টাটার মৃত্যুর পর নোয়েল টাটাই হতে চলেছেন টাটা ট্রাস্টের চেয়ারম্যান।

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর

X