এক কিমিতে খরচ ১০ পয়সা! বাজার কাঁপাচ্ছে সস্তার এই ই-বাইক, নিম্নবিত্তদের জন্য বড় উপহার টাটার

বাংলা হান্ট ডেস্কঃ এই মূল্যবৃদ্ধির দিনে আপনাকে যদি বলা হয় যে,প্রতি কিলোমিটার যেতে আপনার খরচ হবে কেবল ১০ পয়সা, তবে কি বিশ্বাস করবেন? আপনি অবিশ্বাস করলেও টাটা গোষ্ঠী (Tata Group) সমর্থিত সংস্থা Stryder এর দাবি কিন্তু এমনটাই। সম্প্রতি দেশের বাজারে নতুন বৈদ্যুতিক বাইক (Electric Vehicle) স্ট্রাইডার জেটা প্লাস (Stryder Zeeta Plus) লঞ্চ করেছে সংস্থাটি। যার দামটাও সাধ্যের মধ্যেই।

আসলে পরিবেশ দূষণ কমাতে বৈদ্যুতিক যানবাহনের দিকেই বেশি ঝুঁকছে মানুষ। ভরপুর সমর্থন মিলছে সরকারের তরফ থেকেও। আর তাই মানুষের কাছে যাতে বিকল্পের কোন অভাব না হয় তাই একটার পর একটা বৈদ্যুতিক গাড়ি লঞ্চ হয়ে চলেছে দেশে। উদাহরণস্বরূপ টাটা-র স্ট্রাইডার জেটা (Stryder Zeeta)। চলুন জেনে নিই বাইকটিতে কী কী বৈশিষ্ট্য রয়েছে, এবং ঠিক কত টাকায় এটিকে আপনি ঘরে আনতে পারবেন।

প্রথমেই বলি এই বাইকে ৩৬ V ২৫০ W BLDC হাব মোটর। যে কোন ধরণের রাস্তায় মসৃণ রাইডিং দিতে সক্ষম এই বাইক, এমনটাই দাবি সংস্থার। প্রায় ৩ ঘন্টার মধ্যে ব্যাটারি ফুল চার্জড হয়ে যায়। একবার চার্জ হলে প্রায় ৪০ কিমি পর্যন্ত চলতে পারে এই গাড়ি। এবং কোম্পানির দাবি, ব্যাটারি চার্জ করার জন্য যে বিদ্যুত খরচ হয় তার উপর ভিত্তি করে এই বৈদ্যুতিক সাইকেলটির খরচ প্রতি কিলোমিটারে মাত্র ১০ পয়সা। অর্থাৎ ১ টাকায় আপনি যেতে পারবেন ১০ কিমি।

প্রসঙ্গত উল্লেখ্য, এই নতুন সংস্করণটির সর্বোচ্চ গতি ২৫ কিমি প্রতি ঘন্টা। মূলত হালফিলের ফ্যাশনের স্টিলের হার্ডটেইল ফ্রেম দিয়ে তৈরি করা হয়েছে বাইকটি। স্ট্রাইডার জেটা-তে রয়েছে শক্তিশালী অটো-কাট ব্রেক এবং উভয় প্রান্তেই মিলবে ডিস্ক ব্রেক। অর্থাৎ আজকের তরুণ-তরুণীরা সহজেই এই ইলেকট্রিক বাইক চালাতে পারবেন বলে মনে করছে সংস্থাটি।

জানিয়ে রাখি, এইমুহুর্তে টাটা স্ট্রাইডারের অনেকগুলি বৈদ্যুতিক বাইক বাজারে উপলব্ধ রয়েছে। যারমধ্যে উল্লেখযোগ্য হল, Voltic 1.7, ETB 100 এবং Voltic Go। গোটা দেশে প্রায় ৪,০০০ রিটেইল স্টোর রয়েছে সংস্থাটির। আমরা যে বৈদ্যুতিক বাইকের কথা বলছি তার প্রারম্ভিক মূল্য ২৬,৯৯৫ টাকা। আপাতত সবুজ এবং ধূসর, এই দুই রঙে পাওয়া যাবে এই বাইকটি।

tata stryder zeeta plus e bike cover 1688678428

নতুন লঞ্চ প্রসঙ্গে স্ট্রাইডারের বিজনেস হেড রাহুল গুপ্তা জানিয়েছেন, ‘সাইক্লিং ব্যবসায় স্ট্রাইডারের সুনাম রয়েছে। দেশে বিকল্প শক্তির ব্যবহারকে উৎসাহিত করাক চেষ্টা করছি আমরা।’স্ট্রাইডারের অফিসিয়াল ওয়েবসাইটে বিক্রি হচ্ছে এই ইলেকট্রিক সাইকেল।’ তাই যারা শরীরচর্চার জন্য সাইকেল চালান বা নিয়মিত সাইক্লিং করতে পছন্দ করেন, তাদের জন্য এটি খুবই কার্যকরী হতে পারে।

ad

Moumita Mondal
Moumita Mondal

মৌমিতা মণ্ডল, গ্র্যাজুয়েশনের পর শুরু নিয়মিত লেখালেখি। বিগত ৩ বছরেরও বেশি সময় ধরে লেখালেখির সাথে যুক্ত। প্রায় ২ বছর ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর