বাংলা হান্ট ডেস্ক: চলতি মাসেই না ফেরার দেশে পাড়ি দিয়েছেন ভারতের অন্যতম শ্রেষ্ঠ শিল্পপতি রতন টাটা (Ratan Tata)। তাঁর সহজসরল এবং অনাড়ম্বর জীবনযাপন দেশবাসীর কাছে অনুপ্রেরণা হয়ে রয়েছে। শুধু তাই নয়, তিনি সমাজের কল্যাণে বিপুল অর্থ দানও করেছেন। এমতাবস্থায়, দেশের বৃহত্তম রিয়েল এস্টেট ব্যবসায়ী গোষ্ঠী লোধা গ্রুপও টাটা গ্রুপের পদাঙ্ক অনুসরণ করার সিদ্ধান্ত নিয়েছে। প্রাপ্ত তথ্য অনুযায়ী জানা গিয়েছে যে, লোধা গ্রুপ প্রায় ২০ হাজার কোটি টাকা অনুদান দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে।
রতন টাটার (Ratan Tata) কাছ থেকে পেয়েছেন অনুপ্রেরণা:
জানিয়ে রাখি যে, অভিষেক লোধা এবং তাঁর পরিবার লোধা ফিলানথ্রপি ফাউন্ডেশনে ম্যাক্রোটেক ডেভেলপারদের তাদের অংশীদারিত্বের একটি বড় অংশ দান করার সিদ্ধান্ত নিয়েছে। এই ফাউন্ডেশনে দান করা অর্থ বিভিন্ন সামাজিক কর্মসূচিতে ব্যয় করা হবে।এদিকে, অভিষেক লোধার এই মহতী সিদ্ধান্তকে দেশের সমগ্র ব্যবসায়িক মহল কুর্নিশ জানিয়েছে। এমতাবস্থায়, প্রত্যেকেই জানতে চাইছেন অভিষেক লোধার পরিচয়। বর্তমান প্রতিবেদনে আজ আমরা এই প্রসঙ্গে বিস্তারিত তথ্য উপস্থাপিত করছি।
জানিয়ে রাখি, লোধা গ্রুপের প্রোমোটার হলেন অভিষেক লোধা এবং তাঁর পরিবারের ম্যাক্রোটেক ডেভেলপারস লিমিটেডের বেশিরভাগ অংশীদারিত্ব রয়েছে। ম্যাক্রোটেক ডেভেলপারস দেশের শীর্ষস্থানীয় রিয়েল এস্টেট ডেভেলপারদের মধ্যে অন্যতম একটি হিসেবে বিবেচিত হয়। এটি লোধা ব্র্যান্ডের অধীনে সম্পত্তি বিক্রি করে। এমতাবস্থায়, অভিষেক একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণের মাধ্যমে তাঁর উপার্জনের বৃহৎ অংশ সামাজিক কাজকর্মের সাথে যুক্ত লোধা ফিলানথ্রপি ফাউন্ডেশনে স্থানান্তর করবেন। যেটির মোট খরচ প্রায় ২০,০০০ কোটি টাকা।
আরও পড়ুন: দীপাবলিতে কর্মচারীদের কি গিফট দিলেন আম্বানি? ভাইরাল হল ভিডিও, তুমুল প্রতিক্রিয়া নেটিজেনদের
অভিষেক লোধা রতন টাটাকে দেখে মুগ্ধ হয়েছিলেন: জাতীয় এবং সামাজিক কারণে তাঁর সম্পদের একটি বড় অংশ বরাদ্দ করার পরিবারের সিদ্ধান্তের বিষয়ে মন্তব্য করে, ম্যাক্রোটেক ডেভেলপারস-এর ম্যানেজিং ডিরেক্টর এবং CEO অভিষেক লোধা জানিয়েছেন, “প্রায় ১০০ বছর আগে, রতন টাটার (Ratan Tata) পরিবার তার অংশীদারিত্বের একটি বড় অংশ টাটা ট্রাস্টকে দেয়। এই পদক্ষেপটি ভারতের ওপর একটি বিশাল প্রভাব ফেলে এবং টাটা ট্রাস্টের দ্বারা করা এই ভালো কাজটি আমার জন্য একটি বড় অনুপ্রেরণা।”
আরও পড়ুন: কপাল পুড়ল গম্ভীরের! জালিয়াতির অভিযোগে তদন্তের নির্দেশ আদালতের, ঠিক কি ঘটেছে?
লোধা ফিলানথ্রপি ফাউন্ডেশন: জানিয়ে রাখি যে, লোধা ফিলানথ্রপি ফাউন্ডেশন একটি অলাভজনক সংস্থা। এটি তার সমস্ত আয় এবং সম্পদ শুধুমাত্র জাতীয় ও সামাজিক উন্নতির উদ্দেশ্যে ব্যবহার করে। কোম্পানির বিবৃতি অনুসারে, “LPF-এর প্রাথমিক অর্থের পরিমাণ হবে প্রায় ২০,০০০ কোটি টাকা (২.৫ বিলিয়ন ডলার)।”