সাধারণ কিন্তু সুন্দর! রতন টাটার বাড়ির কাছে পাত্তা পাবে না মুকেশ আম্বানির অ্যান্টিলিয়াও

বাংলা হান্ট ডেস্ক: দেশের বর্ষীয়ান শিল্পপতি রতন টাটাকে (Ratan Tata) চেনেন না এমন ব্যক্তি রীতিমতো খুঁজে পাওয়াই মুশকিল। ধনকুবের হওয়া সত্বেও টাটার সহজ-সরল এবং অনাড়ম্বর জীবনযাপন খুব সহজেই সবাইকে আকৃষ্ট করে। শুধু তাই নয়, এই বয়সেও তিনি প্রত্যক্ষভাবে যুক্ত রয়েছেন বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডের সাথে। আর সেই কারণেই যতদিন এগোচ্ছে ততই বৃদ্ধি পাচ্ছে তাঁর অনুরাগীর সংখ্যা। এমতাবস্থায়, আপনি কি জানেন দেশের অন্যতম প্রাচীন ব্যবসায়িক প্রতিষ্ঠান টাটা গ্রুপের সম্মানিত চেয়ারম্যান রতন টাটা (Ratan Tata) কোথায় থাকেন? পাশাপাশি, তাঁর বাড়িটিই বা দেখতে কেমন? বর্তমান প্রতিবেদনে আজ আমরা এই প্রসঙ্গে বিস্তারিত তথ্য উপস্থাপিত করব।

কিরকম বাড়িতে বাস করেন রতন টাটা (Ratan Tata):

প্রথমেই জানিয়ে রাখি যে, সাম্প্রতিক সময়ে ভারত তথা এশিয়ার সবথেকে ধনী ব্যক্তি হিসেবে বিবেচিত মুকেশ আম্বানির বাড়ি “অ্যান্টিলিয়া” সম্পর্কে তো আমরা সকলেই জানি। মুম্বাইয়ে স্থিত এই বাড়িটি বিশ্বের সবচেয়ে দামি বাড়িগুলির মধ্যে অন্যতম একটি হিসেবে বিবেচিত হয়। শুধু তাই নয়, ৪ লক্ষ স্কোয়ার ফুট জুড়ে বিস্তৃত এই বাড়িতে রয়েছে ২৭ টি তলা। এমতাবস্থায়, চলুন জেনে নেওয়া যাক দেশের বর্ষীয়ান শিল্পপতি রতন টাটা (Ratan Tata) কিরকম বাড়িতে থাকেন?

Ratan Tata lives in this house.

রতন টাটার বাড়ি: উল্লেখ্য যে, প্রায় তিন দশক ধরে টাটা গ্রুপের নেতৃত্ব দেওয়া রতন টাটা (Ratan Tata)-ও মুম্বইতে থাকেন। তাঁর ব্যক্তিগত বাড়িটি অবস্থিত মুম্বাইয়ের কোলাবা এলাকায়। এই একই জায়গা দেশের অন্যতম বিলাসবহুল হোটেল তাজ প্যালেস অবস্থিত। রতন টাটার বাড়ির নাম “বখতাওয়ার”। এর অর্থ “সৌভাগ্যের আনয়নকারী”। তাঁর বাড়িটি একটি Sea Facing প্রোপার্টি। যেটি কোলাবা পোস্ট অফিসের ঠিক বিপরীতে রয়েছে। এটি মাত্র ১৩,৩৫০ বর্গফুট এলাকা জুড়ে বিস্তৃত। এই বাংলোতে মাত্র ৩ টি তলা রয়েছে এবং সেখানে ১০ থেকে ১৫ টি গাড়ির জন্য পার্কিং স্পেস রয়েছে।

আরও পড়ুন: আমেরিকায় T20 বিশ্বকাপ আয়োজন করে বিপুল ক্ষতির সম্মুখীন ICC! পদত্যাগ করলেন এই আধিকারিক

সহজ এবং সাধারণ নকশা: টাটা সন্সের দায়িত্ব থেকে মুক্ত হয়ে রতন টাটা (Ratan Tata) এটিকে তাঁর অবসরের বাড়ি বানিয়েছেন। এই বাড়িটি গঠনশৈলী অনুসারে খুব সাধারণ এবং এটির ডিজাইনও মিনিমালিস্টিক। এই বাড়িটিতে সম্পূর্ণ সাদা রং করা হয়েছে। পাশাপাশি, এই বাড়িতে পর্যাপ্ত সূর্যালোক নিশ্চিত করতে বড় জানালার স্প্যান ব্যবহার করা হয়েছে। লিভিং রুম থেকে শুরু করে ঘরের বেডরুম পর্যন্ত এগুলি দেখতে পাওয়া যায়।

আরও পড়ুন: বড় ধাক্কা খেলেন ইলন মাস্ক! পৃথিবীতে আছড়ে পড়বে SpaceX-এর ২০ টি স্যাটেলাইট, কিভাবে ঘটল বিপদ?

বাড়ির সিঁড়িগুলি আশ্চর্যজনক: রতন টাটার (Ratan Tata) এই বাড়ির সবথেকে আশ্চর্যজনক বৈশিষ্ট্য হল বাড়িতে প্রবেশের সাথে সাথেই দেখতে পাওয়া সিঁড়িগুলি। যেগুলি রীতিমতো ফিল্ম সেটের মতো দেখতে। এই সিঁড়িগুলি দিয়ে ওপরে উঠলেই আপনি একটি আরামদায়ক লিভিং রুম দেখতে পাবেন। কথিত আছে, “আরামের চেয়ে আর কোনও লাক্সারি কিছু হয়না।” এই বাড়িটিও ঠিক এইভাবে তৈরি করা হয়েছে।

Sayak Panda
Sayak Panda

সায়ক পন্ডা, মেদিনীপুর কলেজ (অটোনমাস) থেকে মাস কমিউনিকেশন এবং সাংবাদিকতার পোস্ট গ্র্যাজুয়েট কোর্স করার পর শুরু নিয়মিত লেখালেখি। ২ বছরেরও বেশি সময় ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর