বর্ষা আসতেই এবার নেটমাধ্যমে এই হৃদয়গ্রাহী আবেদন করলেন রতন টাটা! ফের জিতলেন লক্ষ লক্ষ অনুরাগীর মন

Published On:

বাংলা হান্ট ডেস্ক: বর্তমান সময়ে দেশের অন্যতম বর্ষীয়ান শিল্পপতি হলেন রতন টাটা (Ratan Tata)। টাটা সন্সের চেয়ারম্যান এমিরেটস রতন টাটাকে চেনেন না এমন ভারতীয় রীতিমতো খুঁজে পাওয়াই মুশকিল। কারণ, টাটা তাঁর একাধিক জনহিতকর কাজের মাধ্যমে প্রত্যেকের মন জিতে নিয়েছেন। শুধু তাই নয়, দেশের নবীন প্রজন্মের উদ্যোক্তাদের উদ্দেশ্যেও তিনি বাড়িয়ে দেন সাহায্যের হাত। সর্বোপরি, দেশের এই শিল্পপতির সহজ সরল এবং অনাড়ম্বর জীবনযাপন খুব সহজেই আকৃষ্ট করে সবাইকে। আর সেই কারণেই যতদিন এগোচ্ছে ততই বৃদ্ধি পাচ্ছে টাটার অনুরাগীর সংখ্যা।

পাশাপাশি, প্রত্যেকের কাছে তিনি অনুপ্রেরণার উৎসও হয়ে উঠেছেন। এছাড়াও জানিয়ে রাখি যে, বিভিন্ন সামাজিক কাজকর্মের সাথে যুক্ত থাকার পাশাপাশি টাটা অবলা প্রাণীদের জন্যেও বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করে থাকেন। ঠিক সেই রেশ বজায় রেখেই এবার রতন টাটার একটি টুইট ভাইরাল হতে শুরু করেছে। যেটি সামনে আসার পরেই টাটার ভূয়সী প্রশংসা করেছেন সকলে।

ইতিমধ্যেই দেশে বর্ষার আগমন ঘটেছে। যার ফলে অধিকাংশ জায়গাতেই হচ্ছে বৃষ্টি। এই সময়টাতে রাস্তায় থাকা প্রাণীদের বিভিন্ন সমস্যার সম্মুখীন হতে হয়। এমন পরিস্থিতিতে, রতন টাটা এবার সবার কাছে এক হৃদয়গ্রাহী আবেদন করেছেন। তিনি মুম্বাইতে বৃষ্টির মাসে রাস্তায় থাকা কুকুর এবং বিড়ালদের প্রতি লক্ষ্য রাখার জন্য আবেদন করেছেন।

রতন টাটা তাঁর টুইটে জনগণের উদ্দেশ্যে আবেদন জানিয়েছেন যে, “বর্ষা এসে গেছে। এই সময়ে রাস্তায় থাকা অনেক বিড়াল এবং কুকুর আমাদের গাড়ির নিচে আশ্রয় নেয়। এমন পরিস্থিতিতে, আপনার গাড়ি স্টার্ট করার আগে এবং সেটি চালানোর আগে গাড়ির নিচে কোনো প্রাণী আছে কিনা তা একবার পরীক্ষা করে দেখুন।”

পাশাপাশি, ওই টুইট বার্তায় টাটা আরও জানিয়েছেন যে, “আমরা যদি আমাদের গাড়ির নিচটি না পরীক্ষা করে গাড়ি চালিয়ে দিই সেক্ষেত্রে ওই প্রাণীগুলি গুরুতর আহত হতে পারে। যার ফলে তারা শারীরিক ভাবে অক্ষম হতে পারে কিংবা মারাও যেতে পারে। যা সত্যিই হৃদয়বিদারক হবে।”

এই প্রসঙ্গে জানিয়ে রাখি যে, শিল্পপতি রতন টাটার পোষ্য প্রাণীদের প্রতি বিশেষ অনুরাগ রয়েছে। বিশেষত তিনি কুকুরের প্রতি বিশেষভাবে অনুরাগী এবং এর জন্য তিনি অনেক এনজিও এবং অ্যানিম্যাল শেল্টারকে সাহায্যও করেন। জেনে অবাক হবেন যে, রতন টাটার বাড়িতে যে পোষ্য কুকরটি রয়েছে সেটি একসময় গোয়ার স্ট্রিট ডগ ছিল। ওই কুকুরটিকে দত্তক নেওয়ার বিষয়টি তিনি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেন। পাশাপাশি, এর আগেও কুকুরদের সুরক্ষার বিষয়ে একাধিকবার আবেদন করেছেন রতন টাটা। এমতাবস্থায়, প্রাণীদের প্রতি রতন টাটার ভালোবাসার এহেন বহিঃপ্রকাশ আবেগাপ্লুত করেছে নেটিজেনদেরও।

Sayak Panda

সায়ক পন্ডা, মেদিনীপুর কলেজ (অটোনমাস) থেকে মাস কমিউনিকেশন এবং সাংবাদিকতার পোস্ট গ্র্যাজুয়েট কোর্স করার পর শুরু নিয়মিত লেখালেখি। ২ বছরেরও বেশি সময় ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

X