রতন টাটাকে শ্রদ্ধা জানিয়ে তাঁর আদলে তৈরি মিষ্টি! বিক্রি হল কত টাকায়? জানলে হবেন অবাক

বাংলা হান্ট ডেস্ক: দেখতে দেখতে ১ মাস হয়ে গেলো কিন্তু এখনো পর্যন্ত ভারতবাসীর মননে রতন টাটার ( Ratan Tata ) স্মৃতি গাঁথা। সেই সদা হাস্যমুখ, দাপুটে চলন, মায়িক ব্যবহার, ব্যক্তিত্ব সমস্ত কিছুই সকলকে বারবার মুগ্ধ করেছে। এমনকি এই ব্যক্তির অনুপ্রেরণায় আজ গোটা একটা প্রজন্ম নিজেদের গড়ে তুলতে উদ্যত হয়েছেন। ভারতরত্ন রতন টাটা ( Ratan Tata ) দেশের জন্য যা করে গেছেন তা বললেও কম পড়ে যাবে। এই ব্যক্তিকে নিয়ে যতই সম্মান জানানো হোক না কেন ততই কম পড়ে যাবে। আর এবার মিষ্টির উপর রতন টাটার ছবি বানিয়ে শ্রদ্ধা জ্ঞাপন করলেন মিষ্টির দোকানের দুই মালিক। মিষ্টি দোকানের মালিকের এমন উদ্যোগ দেখে প্রশংসায় পঞ্চমুখ সকলে।

রতন টাটাকে (Ratan Tata) শ্রদ্ধা জানিয়ে তাঁর আদলে তৈরি মিষ্টি:

রতন টাটার (Ratan Tata) আদলে তৈরি করা হলো মিষ্টি: রতন টাটাকে সম্মান জানাতে নয়া উদ্যোগ কালনাবাসীর। বর্ধমানের কালনা শহরের ছোট দেউড়ির বাজারে রয়েছে একটি মিষ্টি দোকান। এই মিষ্টি দোকানের দুই মালিক তথা দুই ভাই অনির্বাণ দাস ও অরিন্দম দাস রতন টাটার বড় ভক্ত। বিশেষ করে তাঁর ব্যবসায়িক দক্ষতা তাদের অনুপ্রাণিত করে। তাই রতন টাটার (Ratan Tata) মৃত্যুর পরই মুষড়ে পড়েন দুজনে। সেই সাথে কিভাবে শ্রদ্ধা জানানো যায় সে কথাই চিন্তাভাবনা করতে থাকেন। আর সামনেই ছিল ভাইফোঁটা। এই উৎসবকে কাজে লাগিয়ে বানিয়ে ফেললেন মিষ্টি।

 Ratan Tata name in sweet.

জানা গিয়েছে ভাইফোঁটা উপলক্ষ্যে প্রচুর পরিমাণ মিষ্টির অর্ডার আসে কালনার ছোট দেউড়ির এই মিষ্টি দোকানে। তাই ভাবলেন, মিষ্টি দিয়েই তাকে শ্রদ্ধা জানানো যাক।ভাবনা মত রতন টাটার (Ratan Tata) আদলে বিশেষ মূর্তি বানিয়ে ফেললেন দুজনে। তথ্যসূত্রে জানা গিয়েছে, প্রায় দেড় কেজি ওজনের ক্ষীর ও সন্দেশ দিয়ে রতন টাটার আদলে মিষ্টি তৈরি করা হয়। মিষ্টি কিনতে এসে দোকানদাররাও রীতিমতো হতবাক।

আরও পড়ুন: এবারে হবে আসল ধামাকা! কেরিয়ারের সবথেকে বড় সিদ্ধান্ত নিয়ে ফেললেন নীরজ চোপড়া

জানা গিয়েছে, দোকানটিতে প্রায় ৩০০ রকমের মিষ্টি রয়েছে। আর ভাইফোঁটা উপলক্ষে তো নিত্য নতুন মিষ্টি বানানো হয়েছিল। আর প্রত্যেকটি মিষ্টি ছিল ক্রেতাদের আয়ত্বের মধ্যে। একইসাথে আপনাদের জানিয়ে রাখি, এখানে শুধু বর্ধমান নয়, ভিন জেলার বাসিন্দারাও আসেন মিষ্টি নিতে। ভাইফোঁটার আগে থেকেই মিষ্টি দোকানে মিষ্টির জন্য লাইন পড়ে যায়। আর তখনই ক্রেতারা মিষ্টি কিনতে এসে দেখেন রতন টাটার (Ratan Tata) মূর্তি। আর এই মূর্তি যেন ভিড় আরো কয়েকগুণ বাড়িয়ে দেয়।

আরও পড়ুন: ভারতীয় দলে রিঙ্কু সিংয়ের প্রতি হচ্ছে অবিচার? উঠল বড় প্রশ্ন, হইচই শুরু অনুরাগীদের মধ্যে

এই বিষয়ে দোকানের মালিক অনির্বাণ দাস এবং অরিন্দম দাস এই বিষয় জানিয়েছেন, “স্যার রতন টাটার পথ অনুসরণ করে চলি আমরা। তাঁর জীবনাদর্শ আমাদের উদ্বুদ্ধ করে প্রতি পদে। এগিয়ে যেতে সাহায্য করে। তাই তাঁকে শ্রদ্ধা জানিয়ে এই বিশেষ মিষ্টি বানানো হয়েছে। মিষ্টির দাম রাখা হয়েছে ৫০০ টাকা।” অর্থাৎ এই মিষ্টি আপাতত বিক্রি হয়ে গেছে বলে জানা গিয়েছে।

Sunanda Manna
Sunanda Manna

সুনন্দা মান্না, বাংলা হান্টের স্ক্রিপ্ট রাইটার। গুরুদাস কলেজ থেকে সাংবাদিকতা করার পর থেকেই সংবাদ মাধ্যমে কাজ শুরু। দেশ থেকে বিদেশ, রাজনীতি, বিনোদন বিভিন্ন তথ্যই আপনাদের কাছে তুলে দেওয়া আমার মূল লক্ষ্য।

সম্পর্কিত খবর