‘সমাজের অপূরণীয় ক্ষতি’! রতন টাটার প্রয়াণে শোকজ্ঞাপন মোদী-মমতার! কে কী লিখলেন?

বাংলা হান্ট ডেস্কঃ এদেশের স্বনামধন্য শিল্পপতিদের মধ্যে একজন ছিলেন রতন টাটা (Ratan Tata)। মহাষষ্ঠীর রাতে মুম্বইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। কয়েকদিন আগেই প্রবীণ শিল্পপতির অসুস্থতার খবর সামনে এসেছিল। সেই সময় তিনি নিজে বিবৃতি প্রকাশ করে জানিয়েছিলেন রুটিন চেক আপ করানোর কথা। বুধবার রাতে আচমকাই ছন্দপতন! মৃত্যুর কোলে ঢলে পড়েন টাটা কর্তা। তাঁর প্রয়াণে শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

  • রতন টাটার (Ratan Tata) প্রয়াণে শোকজ্ঞাপন প্রধানমন্ত্রী, মুখ্যমন্ত্রীর!

পিএম মোদী (Narendra Modi) এক্স হ্যান্ডেলে লেখেন, ‘শ্রী রতন টাটাজি দূরদর্শী একজন শিল্পপতি ছিলেন। ওনার মন মমতায় ভরপুর ছিল। অসাধারন মানুষ ছিলেন। ভারতবর্ষের অন্যতম পুরনো এবং অন্যতম সেরা ব্যবসায়িক প্রতিষ্ঠানকে শক্তিশালী নেতৃত্ব দিয়েছিলেন উনি’।

এখানেই না থেমে রতন টাটা (Ratan Tata) প্রসঙ্গে প্রধানমন্ত্রী আরও লেখেন, ‘উনি শুধুমাত্র বোর্ডরুমের মধ্যে সীমাবদ্ধ থাকেননি। সেই গণ্ডি টপকে গিয়েছিলেন। নিজের উদারতা, নম্রতার মাধ্যমে আমাদের সমাজকে আরও উন্নত করে তোলার যে ব্রত উনি নিয়েছিলেন, সেই কারণে উনি প্রচুর মানুষের পছন্দের হয়ে উঠেছিলেন’।

আরও পড়ুনঃ এক পয়সাও লাগবে না! ২০২৮ সাল অবধি ফ্রি রেশন! পুজোর মধ্যেই বিরাট ঘোষণা সরকারের

পিএম মোদী লেখেন, বৃহৎ স্বপ্ন দেখা ও তা পূরণের ক্ষেত্রে রতন টাটার মধ্যে যে আবেগ ছিল, সেটা তাঁর অন্যতম একটা দিক। শিক্ষা থেকে শুরু করে স্বাস্থ্য, পরিষ্কার পরিচ্ছন্নতা থেকে শুরু করে পশু কল্যাণ, একাধিক বিষয়ে ওনার অবদান কোনও দিন ভোলার নয় বলে লেখেন প্রধানমন্ত্রী। টাটা কর্তার প্রয়াণের পর তাঁর সঙ্গে দেখা হওয়ার বেশ কিছু স্মৃতিচারণ করেন তিনি। একইসঙ্গে রতন টাটার (Ratan Tata) পরিবার, বন্ধুবান্ধব এবং অনুগামীদের প্রতি সমবেদনাও জানিয়েছেন।

Ratan Tata Narendra Modi

টাটা কর্তার মৃত্যুতে শোকপ্রকাশ করেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও (Mamata Banerjee)। তিনি এক্স হ্যান্ডেলে লেখেন, ‘রতন টাটার প্রয়াণে আমি শোকস্তব্ধ। ভারতীয় শিল্পের ক্ষেত্রে উনি একজন অগ্রণী নেতা ছিলেন। উনি মানুষের জন্য নিজের জীবন নিবেদন করে দিয়েছিলেন। ওনার মৃত্যুতে ভারতীয় শিল্পজগত ও সমাজের অপূরণীয় ক্ষতি হল’।


Sneha Paul
Sneha Paul

স্নেহা পাল, যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর পড়াকালীন সাংবাদিকতা শুরু। বিগত ২ বছর ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত। রাজনীতি থেকে বিনোদন, ভাইরাল থেকে ভ্রমণ, সব ধরণের লেখাতেই সমান সাবলীল।

সম্পর্কিত খবর