বাংলাহান্ট ডেস্ক : ভারতের সবথেকে নামীদামী শিল্পপতিদের প্রসঙ্গ উঠলে সবার আগেই নাম আসবে রতন টাটার (Ratan Tata)। শুধুমাত্র ব্যবসা, শিল্প জগতেই নাম করেননি তিনি। একজন আদর্শ মানুষ হিসেবেও তাঁকে স্মরণ করেন সকলে। ২০২৪ সালের অক্টোবর মাসে ৮৬ বছর বয়সে প্রয়াত হন রতন টাটা। বিভিন্ন ক্ষেত্রে জনগণের স্বার্থে তাঁর অবদান রয়ে গিয়েছে। অত্যন্ত সফল জীবন যাপন করেছেন তিনি। কিন্তু একটি ক্ষেত্রে ব্যর্থ হতে হয়েছিল রতন টাটাকে (Ratan Tata)।
বলিউডে ছবি প্রযোজনা করেছিলেন রতন টাটা (Ratan Tata)
অনেকেই জানেন না, বলিউডের সঙ্গেও একটি ক্ষীণ যোগসূত্র রয়েছে রতন টাটার (Ratan Tata)। এমনকি একটি ছবিও প্রযোজনা করেছিলেন তিনি। কিন্তু ওই প্রথম আর ওই শেষ। আর তারপর থেকে আর কখনো কোনো ছবির জন্য টাকা ঢালেননি টাটা (Ratan Tata)। আসলে তাঁর প্রযোজিত ওই একটি মাত্র ছবিই বড়সড় ফ্লপ হয়েছিল বক্স অফিসে। তাই আর বলিউডে না এগোনোরই সিদ্ধান্ত নিয়েছিলেন তিনি।
কত আয় করেছিল ছবিটি: ছবির নাম ছিল ‘অ্যায়তবার’। মুক্তি পেয়েছিল ২০০৪ সালে। মার্কিন ছবি ‘ফিয়ার’ এর হিন্দি রিমেক এই ছবিটিতে মুখ্য চরিত্রে অভিনয় করেছিলেন অমিতাভ বচ্চন, জন আব্রাহাম, বিপাশা বসু এবং সুপ্রিয়া পিলগাঁওকর। ছবিটি তৈরি হয়েছিল ৯.৫ কোটি টাকায় এবং আয় হয়েছিল প্রায় ৮ কোটি টাকা। ফ্লপের মুখ দেখেছিল ছবিটি। তারপর থেকেই আর প্রযোজনার দিকে ঝোঁকেননি রতন টাটা (Ratan Tata)।
আরো পড়ুন : মোদীর সাথে বৈঠকের প্রস্তাবের মাঝেই চিন সফরে ইউনূস! ভারতের জন্য বাড়বে চাপ? মিলল আপডেট
কারা ছিলেন ছবিতে: সম্প্রতি জনের এক সাক্ষাৎকারে আবারও একবার উঠে আসে এই ছবির প্রসঙ্গ। তিনি জানান, ছবির মহরতে নাকি তাঁকে ঢুকতেই দেওয়া হয়নি প্রথমে। একটি বাইকে চেপে মহরতে পৌঁছেছিলেন জন। সেখানে আগে থেকেই অপেক্ষা করছিলেন অমিতাভ এবং হৃতিক রোশন।
আরো পড়ুন : সুরের জাদুতে তুড়িতে বদলে দেন মাঠের পরিবেশ, IPL উদ্বোধনীতে কত পারিশ্রমিক নিলেন শ্রেয়া?
জন বাইক থেকে নেমে ঢুকতে যেতেই তাঁকে আটকান নিরাপত্তারক্ষীরা। তাঁরা চিনতেই পারেননি জনকে। অভিনেতা নিজের পরিচয় দিয়েও লাভ হয়নি। শেষমেষ অনেক বোঝানোর পর তারপর তিনি ঢুকতে পেরেছিলেন নিজেরই ছবির মহরতে।