দুই রকস্টার একসঙ্গে! স্ল‍্যাশের সঙ্গে রতন টাটার ছবি দেখে মুগ্ধ রণবীর সিং

বাংলাহান্ট ডেস্ক: কোটিপতি হয়েও কীভাবে মাটির কাছাকাছি থাকতে হয় তা শেখা উচিত রতন টাটাকে (ratan tata) দেখে। দেশের অন‍্যতম ধনী শিল্পপতি তিনি, অথচ তাঁর ভদ্র ও নম্ন ব‍্যবহার বারংবার মুগ্ধ করেছে নেটনাগরিকদের। হ‍্যাঁ, সোশ‍্যাল মিডিয়াতেও বেশ সক্রিয় থাকেন তিনি। তাঁর ইনস্টাগ্রাম হ‍্যান্ডেলে ফলোয়ার তালিকায় রয়েছেন একাধিক বলিউড তারকা।

সম্প্রতি একটি বেশ চমকপ্রদ ছবি নিজের সোশ‍্যাল মিডিয়া হ‍্যান্ডেলে শেয়ার করেছিলেন রতন টাটা। ‘গানস এন রোজেস’ (Guns N Roses) খ‍্যাত রকস্টার স্ল‍্যাশের (slash) সঙ্গে ছবি শেয়ার করেছেন তিনি। ক‍্যাপশনে খ‍্যাতনামা ব‍্যবসায়ী জানিয়েছেন, নিজের একটি আউটলেট পরিদর্শনের সময়ে স্ল‍্যাশের সঙ্গে সাক্ষাৎ হয় তাঁর। তিনি নিজের নতুন জ‍্যাগুয়ার এক্স কে আর গাড়িটি ডেলিভারি নিচ্ছিলেন। রকস্টারকে নম্র বলেও উল্লেখ করেছেন রতন টাটা।

Ratan Tata image
ছবিটি শেয়ার হতেই ভাইরাল হয়েছে সোশ‍্যাল মিডিয়ায়। কমেন্ট বক্সে প্রতিক্রিয়া দিয়েছেন নেটনাগরিকরা। কমেন্ট করেছেন রণবীর সিংও (ranveer singh)। তিনি লিখেছেন, ‘বাহ! এটা তো দারুন কুল!’ দুই ‘রকস্টার’কে একসঙ্গে দেখে উচ্ছ্বসিত নেটিজেনরা। অনেকে লিখেছেন, রতন টাটা বাস্তবিকই অনুপ্রেরণাদায়ক একজন মানুষ।

https://www.instagram.com/p/CYswQXaoW4n/?utm_medium=copy_link

রণবীরের প্রসঙ্গে বলতে গেলে তিনি আপাতত ব‍্যস্ত তাঁর নতুন দুটি ছবি নিয়ে। শেষবার ‘৮৩’ ছবিতে দেখা গিয়েছিল তাঁকে। তবে আশানুরূপ ফল করতে পারেনি ছবিটি। তাই আপাতত বায়োপিক ধর্মী ছবি থেকে মন সরিয়ে ফের মশলা এন্টারটেনারে মনোনিবেশ করেছেন রণবীর। পরিচালক রোহিত শেট্টির সঙ্গে দুটি ছবি করতে চলেছেন তিনি।

সদ‍্য ‘সিম্বা’র সিক‍্যুয়েলের ঘোষনা করেছেন রণবীর। অবশ‍্য সিম্বার সিক‍্যুয়েল বানানোর আগে আরো একটি ছবিতে একসঙ্গে কাজ করছেন রণবীর ও রোহিত। ছবির নাম ‘সার্কাস’। শোনা যাচ্ছে, ‘কমেডি অফ এররস’ এর অনুকরণে তৈরি হবে ছবিটি। রণবীরের নায়িকা হবেন পূজা হেগড়ে। এছাড়াও আলিয়া ভাটের সঙ্গে করন জোহরের পরিচালনায় ‘রকি অউর রানি কী প্রেম কাহানি’তেও দেখা যাবে রণবীরকে।

Niranjana Nag

সম্পর্কিত খবর