বাংলা হান্ট ডেস্কঃ অলিম্পিকে চার দশকের সেরা পারফর্মেন্স দিয়েছে ভারত। সাতটি মেডেল জয় করে সকলের মন জয় করে নিয়েছেন ক্রীড়াবিদরা। কিন্তু এমন অনেক খেলোয়াড় রয়েছেন যারা পোডিয়ামের খুব কাছাকাছি এসেও শেষ পর্যন্ত পদক নিয়ে ঘরে ফিরতে পারেননি। কমলপ্রীত কৌর, অদিতি অশোক, দীপিকা কুমারি কিম্বা ভারতীয় মহিলা হকি দলের প্রদর্শন কিন্তু সত্যিই ছিল অসাধারণ। ৩৮ বছর বয়সেও যেভাবে লড়ে গেলেন মেরি কম, তা ছিল সত্যিই শিক্ষণীয়।
কিন্তু এখন স্বাভাবিকভাবেই পদকজয়ীদের সম্মানিত করতে ব্যস্ত সকলে। সরকার তরফে তো বটেই এমনকি বিভিন্ন কর্পোরেট তরফেও পদক জয়ীদের পুরস্কৃত করা হচ্ছে। ইতিমধ্যেই মহিন্দ্রার পক্ষ থেকে চেয়ারম্যান আনন্দ মহিন্দ্রা জানিয়েছেন, অলিম্পিকে সোনাজয়ী নীরজ চোপরাকে একটি XUV700 লাক্সারি এসইউভি গাড়ি উপহার দেবেন তারা। কিন্তু এখানেও ব্যতিক্রমী দৃষ্টান্ত রাখলেন রতন টাটা। টাটার পক্ষ থেকে জানানো হয়েছে, অলিম্পিকে পদক জয়ের খুব কাছাকাছি গিয়েও পোডিয়াম ফিনিশ মিস করেছেন যারা, তাদের পরিশ্রমকে সম্মান জানাতে সেইসব অলিম্পিয়ানদের পুরস্কৃত করবে টাটা।
টাটা মোটর্সের পক্ষ থেকে প্যাসেঞ্জার ভেইকেলস বিজনেসের প্রেসিডেন্টস শৈলেশ চন্দ্র বলেন, “ভারতের জন্য এই অলিম্পিক পদক জয় এবং পোডিয়াম ফিনিশের থেকেও অনেক অনেক বড়। ভারতের হয়ে প্রতিনিধিত্ব করা আমাদের অ্যাথলেটদের অসামান্য পরিশ্রমকে সম্মান জানাতে পেরে সম্মানিত। তার প্রতিদ্বন্দ্বিতা করেছেন প্রবল চাপ, সারা বিশ্বের সমস্ত অসাধারণ প্রতিভাদের সঙ্গে এবং তার পরও পোডিয়াম ফিনিশের খুব কাছাকাছি এসে শেষ করেছেন।”
টাটা জানিয়েছে, এ ধরনের প্রত্যেক খেলোয়াড়ের কাছে পৌঁছে দেওয়া হবে অল্ট্রোজের গোল্ড স্ট্যান্ডার্ড গাড়ি। তাদের মতে অল্ট্রোজের এই গাড়িটি সেফটি, ডিজাইন, সমস্ত ক্ষেত্রে গোল্ড স্ট্যান্ডার্ড। আর তাই সেই খেলোয়াড় যারা অলিম্পিকসে ভারতের জন্য নতুন রাস্তা তৈরি করেছেন, তাদের এই গাড়ি দিয়ে সম্মানিত করবে টাটা। টাটার এই ব্যতিক্রমী মনোভাব এখন রীতিমতো প্রশংসিত হচ্ছে সোশ্যাল মিডিয়া জুড়ে।