বাংলা হান্ট ডেস্ক:এন আর সি আতঙ্কে রেশন কার্ড সংশোধনের ভীর বারছে জেলার বিডিও অফিস গুলোতে।আর তার সুযোগ নিয়ে কিছু অসাধু লোক টাকা কামাচ্ছে বলে অভিযোগ।এমনই ঘটনা ঘটেছে হুগলীর পান্ডুয়া বিডিও অফিসে।রেশন কার্ড সংশোধনের জন্য বহু মানুষ ভীর জমাচ্ছেন পান্ডুয়া বিডিও অফিসে।
অভিযোগ সেখানে গ্রামবাসীদের থেকে ফর্ম ফিলাপের নাম করে সেই সুযোগকে টাকা তুলছেন কয়েকজন অসাধু ব্যাক্তি।আজ একজনকে হাতে হাতে নাতে ধরে ফেলে বিজেপি সমর্থকরা।গরীব মানুষের থেকে ফর্ম ফিলাপের নাম করে একশ দুশো টাকা নেওয়া হচ্ছিল বিডিও অফিসে বসেই বলে অভিযোগ।ফর্ম বিক্রি করা হচ্ছে বলেও অভিযোগ।এরকম পাঁচজনকে ধরে বিডিওর কাছে নিয়ে যায় বিজেপি সমর্থকরা।
লিখিত অভিযোগও জানানো হয় বিডিওকে।ঘটনায় ব্লকের রেশন অফিসে বিক্ষোভ শুরু করে বিজেপি।বিক্ষোভের জেরে ফর্ম ফিলাপ বন্ধ থাকে কিছুক্ষন, পরে আবার তা চালু হয়।ঘটনার খবর পেয়ে পান্ডুয়া থানার পুলিশ হাজির হয়।থানায় কোনো অভিযোগ দায়ের না হওয়ায় আটক পাঁচজনকে ছেরে দেয় পুলিশ।