রেশন গ্রাহকদের জন্য বড় খবর! আজ অবধি সময়, ‘এই’ কাজ না করলে আর মিলবে না রেশন!

বাংলা হান্ট ডেস্কঃ রেশন ব্যবস্থার (Ration System) ওপর নির্ভরশীল এদেশের বহু মানুষ। এখান থেকে যে চাল, গম দেয় সরকার, তা দিয়ে সংসার চলে অনেকের। এবার এই রেশন (Ration) গ্রাহকদের জন্যই বড় খবর। একটি কাজ না করলে বন্ধ হয়ে যেতে পারে রেশন। এমনকি কার্ড (Ration Card) বাতিল হওয়ার সম্ভাবনাও রয়েছে বলে জানা যাচ্ছে।

১৫ ফেব্রুয়ারি অবধি সময়! রেশন (Ration Card) গ্রাহকদের করে ফেলতে হবে ‘এই’ কাজ

আজ ১৫ ফেব্রুয়ারি। রেশন গ্রাহকদের কাছে এই দিনটা অবধি সময় রয়েছে। এর মধ্যে যদি একটি বিশেষ কাজ না করা হয়, তাহলে বন্ধ হয়ে যাবে রেশন। ইতিমধ্যেই এই নিয়ে সরকারের তরফ থেকে নির্দেশিকা জারি করা হয়েছে। জানিয়ে দেওয়া হয়েছে, রেশন কার্ডের ই-কেওয়াইসি করা বাধ্যতামূলক। সেক্ষেত্রে কোনও রেশন গ্রাহক যদি ১৫ ফেব্রুয়ারির মধ্যে এই কাজ না করেন, তাহলে তিনি রেশন পাওয়া থেকে বঞ্চিত হবেন।

জানা যাচ্ছে, খাদ্য ও সরবরাহ বিভাগের তরফ থেকে রেশন কার্ডের (Ration Card) ই-কেওয়াইসি সম্পন্ন করার জন্য ১৫ ফেব্রুয়ারি অবধি সময় দেওয়া হয়েছে। এক্ষেত্রে বলে রাখি, ই-কেওয়াইসির মাধ্যমে একজন ব্যবহারকারীর পরিচয় যাচাইকরণ হয়। এটি একটি ডিজিটাল প্রক্রিয়া। এতে আধার কার্ড ব্যবহৃত হয়। এর মাধ্যমে বায়োমেট্রিক অথবা ওটিপি ভিত্তিক যাচাই করা হয়।

আরও পড়ুনঃ নিয়োগ দুর্নীতিতে জড়িয়েছে নাম! এবার ফুঁসে উঠলেন ভারতী ঘোষ! BJP নেত্রীর মন্তব্যে তোলপাড়

এক্ষেত্রে প্রশ্ন উঠতেই পারে, কীভাবে রেশন কার্ডের ই-কেওয়াইসি (e-KYC) করতে হয়। মোবাইলের গুগল প্লে স্টোর থেকে ‘মেরা রেশন ২.০’ অ্যাপ ডাউনলোড করে খুব সহজেই কয়েকটি ধাপের মাধ্যমে এই কাজ করা যায়। সেগুলি এখানে তুলে ধরা হল।

Ration Card

এর জন্য প্রথমে গুগল প্লে স্টোরে যেতে হবে। সেখান থেকে ‘মেরা রেশন ২.০’ অ্যাপ ডাউনলোড করতে হবে। এরপর নিজের মোবাইল নম্বর লিখে ক্যাপচা কোড টাইপ করতে হবে। সেটা করলে রেজিস্টার্ড মোবাইল নম্বরে একটি ওটিপি আসবে। সেটি লিখতে হবে। এরপর ‘পরিবারের বিবরণ পরিচালনা করুন’ অপশনে ক্লিক করতে হবে। যথাযথ তথ্য দিয়ে ই-কেওয়াইসি প্রক্রিয়া সম্পন্ন করতে হবে (Ration Card)। সবকিছু হয়ে যাওয়ার পর ‘সাবমিট’ বাটনে ক্লিক করে তা জমা দিয়ে দিতে হবে।

Sneha Paul
Sneha Paul

স্নেহা পাল, যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর পড়াকালীন সাংবাদিকতা শুরু। বিগত ২ বছর ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত। রাজনীতি থেকে বিনোদন, ভাইরাল থেকে ভ্রমণ, সব ধরণের লেখাতেই সমান সাবলীল।

সম্পর্কিত খবর