রেশন কার্ড নিয়ে বিরাট সিদ্ধান্ত রাজ্যের! বদলে গেল গোটা সিস্টেম, উপকার পাবে আমজনতা

Published On:

বাংলা হান্ট ডেস্কঃ এবার বাড়িতে বসেই মুশকিল আসান। বিরাট স্বস্তির খবর দিল পশ্চিমবঙ্গ সরকার। এবার রেশন কার্ড (Ration Card) নিয়ে সমস্ত সমস্যার সমাধান হবে চুটকিতে। অনলাইনেই যাবতীয় সমস্যা মেটানো যাবে। রাজ্যের সাধারণ মানুষের সমস্যা দূর করতে রেশন ব্যবস্থাকে ঘিরে অনলাইন ডিজিটাল ব্যবস্থা চালু করল পশ্চিমবঙ্গ সরকার (Government of West Bengal)।

অফলাইনের দিন শেষ, নাম বদল থেকে দোকান বদল, কার্ড ছেড়ে দেওয়া, পরিবার অন্তর্ভুক্তি, যোজনা বদলে সমস্ত কিছুই এবার হবে অনলাইনে। রেশন কার্ড সম্পর্কিত যাবতীয় কাজ এবার বাড়ি থেকেই হয়ে যাবে। শুধুই লাগবে স্মার্ট ফোন। অনলাইনে খাদ্য দফতরের ফুড পোর্টালে গিয়েই মিটে যাবে সব কাজ। দেশের মধ্যে প্রথম এই ব্যবস্থা চালু করে নজির গড়ল বাংলা।

খাদ্য দফতর সূত্রে খবর, এই নয়া পদ্ধতিতে নিজের পরিবারের রেশন কার্ড (Ration Card) নিজেই সংশোধন করা যাবে। রেশন কার্ডের নাম, বয়স, ঠিকানায় কিছু ভুল থাকলে তা বাড়ি বসেই ঠিক করে নেওয়া যাবে। অনেকটা সেল্ফ সার্ভিসের মতো।

জানা যাচ্ছে গ্রাহকদের সমস্যা দূর করতে হয়রানি কমাতেই এই পদক্ষেপ। এতে করে কোনো গ্রাহক সমস্যায় পড়লে আর বারে বারে খাদ্য দফতরে গিয়ে ধর্না দিতে হবে না। খুব সহজেই বাড়িতে বসেই রেশন কার্ড সংশোধন করে নেওয়া যাবে।

ওদিকে সম্প্রতি রেশন বণ্টন ব্যবস্থায় ওজনে কারচুপিতে লাগাম দিতে বৈদ্যুতিন ওজন যন্ত্রের ব্যবহার চালু করেছে রাজ্য খাদ্য দফতর। যদিও আপাতত এই ব্যবস্থা পাইলট প্রকল্প হিসাবে চালু করা হয়েছে। পরে এই ব্যবস্থা পরবর্তী ধাপে নিয়ে যাওয়ারও পরিকল্পনা চলছে। এই নিয়ে খাদ্যমন্ত্রী রথীন ঘোষ জানিয়েছেন, কারচুপি রুখতে এর পরের ধাপে রেশন দোকানগুলিতে বৈদ্যুতিন ওজন যন্ত্রের ব্যবহার বাধ্যতামূলক করা হবে।

ration card

আরও পড়ুন: DA দেওয়ার নাম নেই, এত টাকা দুর্গাপুজোর অনুদান! একের পর এক জনস্বার্থ মামলা হাইকোর্টে

গত বছরের শেষ থেকে রেশন দুর্নীতি (Ration Scam) নিয়ে তোলপাড় রাজ্য। গ্রেফতার হয়েছেন রাজ্যের প্রাক্তন খাদ্যমন্ত্রী সহ বহুজনা। কোমর বেঁধে দুর্নীতির তদন্ত চালাচ্ছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। এরই মাঝে দুর্নীতি রুখতে তৎপর হয়েছে রাজ্য সরকারও। এই আবহে রেশন ব্যবস্থায় স্বচ্ছতা আনতে একের পর এক বড় পদক্ষেপ রাজ্যের (Government Of West Bengal)।

Sharmi Dhar

শর্মি ধর, বাংলা হান্ট এর রাজনৈতিক কনটেন্ট রাইটার। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৩ বছর ধরে সাংবাদিকতা পেশার সঙ্গে যুক্ত ।

সম্পর্কিত খবর

X