জরিমানা থেকে জেল! রেশন নিয়ে কড়াকড়ি, বিরাট সিদ্ধান্ত সরকারের

Published On:

বাংলা হান্ট ডেস্কঃ রেশন ব্যবস্থার ওপর নির্ভরশীল এদেশের বহু পরিবার। রেশনে (Ration Card) পাওয়া সামগ্রী দিয়ে সংসার চলে অনেকের। এদেশের প্রত্যেক মানুষ যাতে সঠিকভাবে সঠিক খাবার পায়, সেই কারণে বিনামূল্যে রেশন সামগ্রী প্রদান করে সরকার। এবার জানা যাচ্ছে, এই নিয়েই কড়াকড়ি হতে চলেছে।

  • রেশন (Ration Card) নিয়ে কড়াকড়ি সরকারের!

২০২০ সাল থেকে তথা করোনার সময় থেকে এদেশের প্রায় ৮০ কোটি মানুষকে ফ্রি-তে রেশন সামগ্রী দিচ্ছে সরকার। যদিও এই সুবিধা সবাই পায় না। এদেশের প্রত্যেক নাগরিককে বিনামূল্যে রেশন (Ration) সামগ্রী দেওয়া হয় না। দারিদ্রসীমার নীচে থাকা পরিবাররাই এই সুবিধা পান। তবে এখন নাকি দেখা যাচ্ছে, দারিদ্রসীমার নীচে না থাকা বহু পরিবারও এর সুবিধা নিচ্ছে। আর তারপরেই নড়েচড়ে বসেছে সরকার।

রিপোর্ট বলছে, সমীক্ষায় দেখা গিয়েছে বহু মানুষ প্রতারণামূলক কৌশলের মাধ্যমে সরকারের তরফ থেকে দেওয়া বিনামূল্যে রেশনের সুবিধা নিচ্ছে। এবার এই সকল অসাধু মানুষের বিরুদ্ধেই কড়া পদক্ষেপ নিতে চলেছে সরকার। একটি সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, এবার রেশন কার্ডগুলি ফের যাচাই করার সিদ্ধান্ত নেওয়ায় হয়েছে।

আরও পড়ুনঃ লক্ষ্মীর ভাণ্ডারই ঘুরিয়েছে ‘খেলা’! ভোটবাক্সে কোন মন্ত্রে বাজিমাত তৃণমূলের? সিপিএম বলছে…

অসৎ গ্রাহকদের বিরুদ্ধে এবার জরিমানা কার্যকর করার হতে পারে বলে খবর। সেই জন্য ইতিমধ্যেই সরকারের তরফ থেকে ই-কেওয়াইসি (e-KYC) প্রক্রিয়া শুরু করা হয়েছে। জানা যাচ্ছে, প্রত্যেক সুবিধাভোগীর পরিচয় যাচাই করার জন্য এই পদক্ষেপ নেওয়া হয়েছে।

Ration Card

রিপোর্ট বলছে, কোনও ব্যক্তি যদি দীর্ঘ সময়ের জন্য অবৈধভাবে রেশন কার্ডের (Ration Card) সুবিধা ভোগ করে থাকেন, তাহলে এবার সরকার তাঁকে মোটা টাকা জরিমানা ধার্য করতে পারে। সেই কারণে রেশন পরিষেবার জন্য আবেদন করার ক্ষেত্রে অবশ্যই সরকারের নির্ধারিত নিয়ম মেনে চলার কথা বলা হয়েছে। নির্দেশিকায় যে যে নিয়মের উল্লেখ রয়েছে সেগুলি না মানলে রেশন কার্ড বাতিল করে দেওয়া হতে পারে। সেই সঙ্গেই মোটা টাকা জরিমানা এবং জেল হওয়ার সম্ভাবনাও রয়েছে বলে জানা গিয়েছে।

Sneha Paul

স্নেহা পাল, যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর পড়াকালীন সাংবাদিকতা শুরু। বিগত ২ বছর ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত। রাজনীতি থেকে বিনোদন, ভাইরাল থেকে ভ্রমণ, সব ধরণের লেখাতেই সমান সাবলীল।

সম্পর্কিত খবর

X