কোনো রকম ঝক্কি ছাড়াই রেশন কার্ড আপডেট করুন বাড়ি বসেই, জেনে নিন কিভাবে

বাংলাহান্ট ডেস্কঃ রেশন কার্ড (ration card) গরীব ও নিম্ন মধ্যবিত্ত পরিবারের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি নথি। এই কার্ডের সাহায্য যেমন সরকারি খাদ্য প্রকল্পের সহায়তা পাওয়া যায় তেমনই বিভিন্ন সরকারি প্রকল্পের ক্ষেত্রেও এই নথি অত্যন্ত গুরুত্বপূর্ণ।

ration j

করোনা ভাইরাস সংক্রমণ ছড়িয়ে পড়া আটকাতে দেশব্যাপী লকডাউনের সময় বাংলা সহ দেশের অন্যান্য রাজ্যের সরকার বিনামূল্যে খাদ্য বিতরণ করেছে গরীবদেরকে। পাশাপাশি দেশের বিভিন্ন রাজ্যে চালু হতে চলেছে ‘এক দেশ এক রেশন কার্ড’। এই পরিস্থিতিতে আপনার রেশন কার্ডটি আপডেট থাকা অত্যন্ত জরুরি। জেনে নিন কিভাবে বাড়ি বসেই করবেন রেশন কার্ড আপিডেট

কি কি নথি লাগবে

১. রেশন কার্ডে পরিবারের শিশুর নাম যোগ করতে চাইলে পরিবারের প্রধানের রেশন কার্ড আসল ও জেরক্স। শিশুর জন্ম শংসা পত্র ( বার্থ সাটিফিকেট) ও মায়ের আধার নম্বর লাগবে।।

২. নতুন বিবাহিত পুত্রবধুর জন্য তার আধার কার্ড, বিবাহের শংসাপত্র৷ স্বামীর রেশন কার্ড ও আধার কার্ড লাগবে। এছাড়া আগে রেশন কার্ড থাকলে তা যে সরানো হয়েছে সেই প্রমাণও লাগবে।

কি করতে হবে?

• প্রথমে রাজ্যের খাদ্য বিভাগের ওয়েবসাইটে যেতে হবে।
• সেখানে একটি লগইন আইডি তৈরি করতে হবে।
• লগইন করার পর এই ওয়েবসাইটের হোম পেজে আপনার নতুন সদস্যের নাম যুক্ত করার নির্দিষ্ট স্থানে গিয়ে ফর্মটি ফিল আপ করতে হবে।
• এর পর বিভিন্ন নথির স্ক্যানড কপি আপলোড করে ফর্ম সাবমিট করতে হবে ৷
• ফর্ম সাবমিট করার পর আপনাকে একটি রেজিষ্ট্রেশন নম্বর দেওয়া হবে যা দিয়ে আপনি জানতে পারবেন আধিকারিক আপনার কার্ডটি আপডেট করলেন কিনা।

সম্পর্কিত খবর