কনফার্ম খবর! এই মাস থেকেই নিয়মে আসছে বদল, রেশন কার্ড নিয়ে এবার কড়া অবস্থান সরকারের

Published On:

বাংলাহান্ট ডেস্ক : সাম্প্রতিক বছরগুলিতে রেশন বন্টন দুর্নীতি রাজ্য রাজনীতিতে সৃষ্টি করেছে উত্তাপ। রেশন দুর্নীতি মামলায় জেলবন্দী রয়েছেন রাজ্যের একাধিক হেভিওয়েট। কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা তদন্ত চালাচ্ছে রেশন দুর্নীতি মামলার। তারপরেও সাধারণ মানুষের মনে একাধিক অভিযোগ রয়েছে রেশন কার্ড (Ration Card) নিয়ে।

রেশন কার্ড (Ration Card) নিয়ে নয়া আপডেট

এমনকি তালিকায় নাম না থাকা সত্ত্বেও রেশন তোলার অভিযোগ উঠেছে সাম্প্রতিক অতীতে। আর অন্যদিকে ন্যায্য রেশন থেকে বঞ্চিত হচ্ছেন বহু অভাবী মানুষ। এই আবহে রেশন কার্ড (Ration Card) নিয়ে আরো কড়াকড়ি করতে চলেছে রাজ্য সরকার। আপনিও যদি একজন রেশন উপভোক্তা হন তাহলে আজকের প্রতিবেদন অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে আপনার জন্য।

আরোও পড়ুন : ‘পরিণীতা’ সিরিয়ালের পারুল আসলে কে জানেন? রইল নতুন নায়িকার আসল পরিচয়

বর্তমানে অনলাইন মাধ্যম ব্যবহার করে সহজেই রেশন কার্ডের জন্য আবেদন করা যায়। দেশের যে কোনও প্রান্ত থেকে ঘরে বসে আবেদন করা যায় রেশন কার্ডের জন্য। তবে এবার সরকার রেশন কার্ডের আবেদনের ক্ষেত্রে আনতে চলেছে একটি বড় পরিবর্তন। সেটি হল এবার থেকে রেশন কার্ডের আবেদনের জন্য বাধ্যতামূলক হিসাবে জমা দিতে হবে আধার নম্বর।

Different ration cards ration items list in October

প্রত্যেক ভারতীয়র কাছে রেশন কার্ড (Ration Card) অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি নথি। রেশন কার্ডের মাধ্যমে সস্তায় বা কখনো বিনামূল্যে খাদ্যদ্রব্য মেলে সরকারের তরফে। এই অবস্থায় রেশন কার্ড প্রত্যেকটি নাগরিকের কাছেই অপরিহার্য। প্রশাসন সূত্রে খবর, রেশন ব্যবস্থায় স্বচ্ছতা আনার লক্ষ্যেই এমন উদ্যোগ।

আপনার কাছে যদি আধার কার্ড (Aadhaar Card) থাকে তাহলে আগামী দিনে ঘরে বসেই অনলাইনে রেশন কার্ডের জন্য আবেদন করা যাবে। খাদ্য দপ্তরের একটি বৈঠকে এই বিষয়টি সম্পর্কে আলোচনা হয় সম্প্রতি। সেই বৈঠকেই ঠিক হয় রেশন কার্ডের জন্য আবেদন করার ক্ষেত্রে আধার কার্ড  বাধ্যতামূলক করা হবে।

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর

X