বাংলায় রেশন সংঘাত: রাজ্যের সবথেকে অনুপযুক্ত মন্ত্রীর নাম ঘোষণা দিলীপ ঘোষের

বাংলাহান্ট ডেস্কঃ বিজেপি সাংসদ দিলীপ ঘোষ (Dilip Ghosh) কড়াভাবে মন্ত্রীদের আক্রমন করেন। মন্ত্রীদের অনুপযুক্ত বলেও দাবি করেন। উত্তরবঙ্গই হোক কিংবা দক্ষিণবঙ্গ, সর্বত্রই রেশনে লুট চলছে। অভিযোগ দিলীপ ঘোষের। মানুষের কাছে কেন্দ্রের বরাদ্দ করা চাল পৌঁছচ্ছে না বলেও অভিযোগ করেছেন তিনি। প্রসঙ্গত এর আগে রাজ্যপাল জগদীপ ধনকরও রেশন বন্টনে দুর্নীতির অভিযোগ তুলেছিলেন।

dilip ghosh 4

বিভিন্ন জায়গা থেকে অভিযোগ এসেছে তৃণমূলের জন প্রতিনিধিরা রেশন ডিলারদের থেকে মাল তুলে নিয়ে যাচ্ছেন। দিন কয়েক আগে টুইটে রাজ্যপাল সেই অভিযোগ তুলে ধরেন। তাঁর অভিযোগ রেশনে কেলেঙ্কারি বড় হচ্ছে। রেশনের জিনিস রাজনৈতিক হাইজ্যাক অপরাধ বলেও মন্তব্য করেন রাজ্যপাল। টুইটে কৈলাসের অভিযোগ পশ্চিমবঙ্গে গরিবরা খেতে পাচ্ছেন না। মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) বিষয়টি নিয়ে শুধু রাজনীতি করছেন বলে অভিযোগ করেছিলেন কৈলাস।

image 62

রেশন দুর্নীতি নিয়ে বিস্ফোরক বনগাঁর বিজেপি সাংসদ। সংবাদ মাধ্যমকে তিনি বলেছেন, খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের (Jyotipriya Mallick) দীর্ঘদিনের অভ্যাস চাল, ডাল মেরে দিয়ে নিজের পকেট ভরানো। খুব কাছের থেকে তিনি ওই ব্যক্তিকে চেনেন বলে জানিয়েছেন শান্তনু। মানুষের কাছে চাল ডাল না পৌঁছনোর জবাব খাদ্যমন্ত্রীকেই দিতে হবে বলে মন্তব্য করেন তিনি। রাজ্যের মানুষদের মাথা পিছু ৫ কেজি করে চাল এসেছে। সেই চাল গেল কোথায় প্রশ্ন করেছেন তিনি। জ্যোতিপ্রিয় মল্লিকের কাছেই এর জবাব দাবি করেন তিনি।

দিলীপ ঘোষের অভিযোগ উত্তরবঙ্গের কলাইকুণ্ডাই (Kalaikundai in North Bengal) হোক কিংবা দক্ষিণবঙ্গের বজবজ (Bajwaj of South Bengal) কেন্দ্রের পাঠানো চাল লুট করা হচ্ছে। আর রেশনের চাল নিয়ে তৃণমূলের নেতারা নিজেদের লোকেদের দিচ্ছেন বলে অভিযোগ করেছেন তিনি। তিনি আরও বলেন, রাজ্যের সব থেকে অনুপযুক্ত মন্ত্রী হলে খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক। তিনি যেন রাস্তায় না বেরোন, হুঁশিয়ারি দেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ।


সম্পর্কিত খবর