মাধ্যমিক পাশেই চাকরি! বিভিন্ন জেলায় রেশন ডিলার নিয়োগ রাজ্যের, কিভাবে করবেন আবেদন ?

বাংলাহান্ট ডেস্ক : খাদ্য ও সরবরাহ দপ্তর (Department of food and supplies) রাজ্য জুড়ে নিয়োগ করবে রেশন ডিলার (Ration Dealer) । রাজ্যের বেশ কয়েকটি জেলায় প্রচুর রেশন ডিলার নিয়োগ করা হবে। পশ্চিমবঙ্গের (West Bengal) খাদ্য সরবরাহ দপ্তর সম্প্রতি রেশন ডিলার নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। খাদ্য সরবরাহ দপ্তরের পক্ষ থেকে টুইট করে এই বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।

পূর্ব মেদিনীপুর, হুগলি, উত্তর ২৪ পরগনা, নদিয়া, হাওড়া, মুর্শিদাবাদ, মালদা, কলকাতা, আসানসোলে নিয়োগ করা হবে রেশন ডিলার। এগুলি ছাড়াও আরো কিছু জায়গায় রেশন ডিলার নিয়োগ করা হবে। যারা রেশন ডিলার হতে চান তারা অফলাইন বা অনলাইনে আবেদন করতে পারেন।

Ration

রেশন ডিলার হওয়ার যোগ্যতা:

সাধারণ যোগ্যতা: যে এলাকায় আবেদনকারী ডিলার হতে চায় সেই এলাকার স্থায়ী বাসিন্দা হতে হবে তাকে।

শিক্ষাগত যোগ্যতা: ন্যূনতম মাধ্যমিক পাশ হতে হবে।

বয়স: 18 থেকে 45 বছর বয়সীরা আবেদন করতে পারবেন।

আবেদন পদ্ধতি: যে সকল ব্যক্তিরা রেশন ডিলার হতে ইচ্ছুক তাদেরকে ফরম সি পূরণ করতে হবে। এর সাথে প্রয়োজনীয় নথিপত্র যুক্ত করতে হবে।

আবেদন মূল্য: আবেদন ফি বাবদ জমা দিতে হবে ১০০০ টাকা। সমস্ত কাগজপত্র জমা দিতে হবে সাব ডিভিশন কন্ট্রোলারের অফিসে। এছাড়া আবেদনপত্র জমা দিতে পারেন https://food.wb.gov.in/-এ

আবেদনের শেষ তারিখ: বিজ্ঞপ্তি প্রকাশের ২১ দিন পর্যন্ত আবেদনপত্র জমা দেওয়া যাবে।

Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর