রেশন দুর্নীতিতে তোলপাড়! ED-র হাতে গ্রেফতার বিশ্বজিৎ, এর আসল পরিচয় জানলে মাথা ঘুরে যাবে

বাংলা হান্ট ডেস্কঃ রেশন দুর্নীতি মামলায় (Ration Scam) ফুল অ্যাকশনে ইডি (Enforcement Directorate’s)। বালু, শঙ্করের পর এবার কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার হাতে গ্রেফতার বিশ্বজিৎ দাস (Biswajit Das)। সূত্রের খবর, বুধবার সল্টলেকের আইবি ব্লক থেকে গ্রেফতার হয়েছেন বিশ্বজিৎ দাস। পেশায় ব্যবসায়ী বিশ্বজিতের গ্রেফতারিতে নতুন করে শোরগোল ছড়িয়েছে রাজ্যে। তবে হঠাৎ কেন গ্রেফতার করা হল এই ব্যবসায়ীকে? কী জানা যাচ্ছে?

ইডি সূত্রে খবর, রেশন দুর্নীতি মামলায় ধৃত বনগাঁ পুরসভার প্রাক্তন চেয়ারম্যান শঙ্কর আঢ্যর ঘনিষ্ঠ ওই ব্যবসায়ী। তার সূত্র ধরেই মঙ্গলবার সকালে সল্টলেকের আইবি ব্লকের বিশ্বজিৎ দাসে বাড়িতে হানা দেয় তদন্তকারীরা। এরপর শুরু হয় ম্যারাথন তল্লাশি। টানা ২৪ ঘন্টা পরও বুধবার সকালে বিশ্বজিৎ দাসের বাড়িতে তল্লাশি চলেছে। বিশ্বজিৎকে সঙ্গে নিয়েই চলে তল্লাশি।

গোটা তল্লাশির সময় আইবি ব্লকের সেই বাড়িতেই ছিলেন বিশ্বজিৎ। তল্লাশির পাশাপাশি রাত ভর তাকে টানা জিজ্ঞাসাবাদ করা হয় বলে ইডি সূত্রে খবর। এরপর সেই বাড়ি থেকে ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়। আজই বিশ্বজিৎকে আদালতে পেশ করবে ইডি। রেশন বন্টন দুর্নীতি মামলাতেই এই গ্রেফতারি বলে জানা গিয়েছে।

ইডি সূত্রে খবর, জেরায় প্রশ্ন এড়িয়ে যাচ্ছিলেন বিশ্বজিৎ। পাশাপাশি একাধিক প্রশ্নে সন্তোষজনক উত্তর দিতে পারেননি তিনি। এরপরই রেশন মামলায় বিশ্বজিৎকে গ্রেফতার করে ইডি। এদিন বিধান নগর মহকুমা হাসপাতালে তার স্বাস্থ্য পরীক্ষা করানো হয়েছে। আজই আদালতে পেশ করা হবে বিশ্বজিৎকে।

ed f

আরও পড়ুন: ‘জ্ঞান হওয়ার পর থেকে এ সব শুনিনি’, ‘আমি ক্রুদ্ধ, ক্ষুব্ধ’, সন্দেশখালি নিয়ে গর্জে উঠলেন বিচারপতি গঙ্গোপাধ্যায়

প্রসঙ্গত, গত বছর শেষের দিকে রেশন দুর্নীতি মামলায় প্রথম ইডির হাতে গ্রেফতার হন বাকিবুর রহমান নামের এক ব্যবসায়ী। এরপর বাকিবুরের সূত্র ধরে উঠে আসে রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী তথা বর্তমান বনমন্ত্রী জ্যোতিপ্ৰিয় মল্লিকের নাম। টানা তল্লাশি ও জিজ্ঞাসাবাদের পর অক্টোবর মাসে গ্রেফতার হন জ্যোতিপ্ৰিয় ওরফে বালু। এরপর আবার বালুর লেখা চিঠির সূত্র ধরে গ্রেফতার হন বনগাঁ পুরসভার প্রাক্তন চেয়ারম্যান তথা তৃণমূল নেতা শঙ্কর আঢ্য। আর এবার ফের রেশন দুর্নীতি মামলায় নয়া গ্রেফতারি।

Sharmi Dhar
Sharmi Dhar

শর্মি ধর, বাংলা হান্ট এর রাজনৈতিক কনটেন্ট রাইটার। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৩ বছর ধরে সাংবাদিকতা পেশার সঙ্গে যুক্ত ।

সম্পর্কিত খবর